স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে প্রতিদিন নিত্যনতুন চমক থাকে দর্শককে বিনোদন দেওয়ার জন্য। তাই তো অল্প সময়ের মধ্যেই এই ধারাবাহিক এত জনপ্রিয় হয়ে উঠেছে টিভির পর্দায়।
যারা ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জানেন, দ্যুতির মিথ্যে প্রেগন্যান্সির খবর নিয়ে গোটা সিংহ রায় পরিবারের কাছে অপমানিত হতে হয় খড়িকে। কিন্তু খড়ি অন্যায় সহ্য করার মেয়ে নয়। তাই নিজেকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ছেড়ে চলে আসে।
বাপের বাড়ি ফিরে নিজের দশকর্মা ভান্ডার এর দোকানে ব্যস্ত হয়ে পরে। এদিকে খড়ি যাওয়ার পর থেকেই তার অনুপস্থিত অনুভব করতে পারছে ঋদ্ধিমান। এরপরই ঋদ্ধিমানের দাদু নির্দেশ দেন বাড়ির বউকে ফিরিয়ে আনার জন্য।
এসবের মাঝে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের ফ্যান পেজ থেকে নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে খড়িকে বাড়ি ফিরিয়ে আনতে খড়ির দশকর্মা ভান্ডারে পৌছায় ঋদ্ধি। ঋদ্ধিমানকে দেখে অবাক হয়ে যায় খড়ি। ঋদ্ধিমান তাকে ফিরে যাওয়ার কথা জানালে, সে জানিয়ে দেয় ‘খড়ি আর ঋদ্ধির সঙ্গে ফিরবে না’। সেই মুহূর্তেই ঋদ্ধিমান খড়িকে বলে, ‘দাদুর কথা রাখতে সে খড়ি কে বাড়িতে নিয়ে ফিরবে আজকে’। শেষ অবধি কি খড়ি ফিরবে ঋদ্ধিমানের সঙ্গে? সেটা জানার জন্যই অপেক্ষায় দর্শক।
View this post on Instagram


Listen to hare vari good.