ফুলকি’র ১ বছর পূরণ! বছর পূর্তির উদযাপনে মাতল গোটা টিম

ফুলকি

নবাগতা অভিনেত্রী দিব্যানী মন্ডল এবং অভিনেতা অভিষেক বোসের অভিনীত ‘ফুলকি’ ধারাবাহিকটি একটি নতুন মাইলফলক অতিক্রম করেছে। বাংলার টপার এই মেগা গুটি গুটি পায়ে এক বছরে পা দিল।  এটি প্রকৃতপক্ষে কাস্ট এবং ক্রুদের জন্য একটি আনন্দের মুহূর্ত যারা শোটি সফল করার জন্য সত্যিই কঠোর পরিশ্রম করেছেন।

ফুলকি

‘ফুলকি’ ধারাবাহিকটি প্রতি নিয়ত দর্শকদের বিনোদন জুগিয়ে চলেছে। শুরু থেকেই এই ধারাবাহিক মাতিয়ে রেখেছেন তাদের দর্শকদের। ফুলকির স্লটে স্টার জলসার কোনও ধারাবাহিক তাদের হারাতে পারছে না।
ফুলকি
১ বছরের সাফল্যের সেলিব্রেশনে মাতল গোটা টিম। কেক কেটে উদযাপন হল এই বিশেষ মুহূর্ত। হিন্দুস্তান টাইমসের পেজে সেই ছবি সামনে এসেছে।
ফুলকি
ছবিতে দেখা যাচ্ছে ফুলকির নায়ক-নায়িকা ছাড়াও বাকি বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন। একসঙ্গে কেক কাটলেন অভিষেক আর দিব্যানী। একে অপরকে নিজের কেক খাইয়ে দিতে দেখা গেল তাদের। এক বছরের পূর্তিতে আনন্দে মেতে উঠল ফুলকির গোটা টিম।
source: bangla . hindustantimes . com