মে দিবস উপলক্ষে বৃহস্পতিবারের বদলে শুক্রবার প্রকাশ পেল বাংলা ধারাবাহিকে TRP। চলতি সপ্তাহে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিককে হারিয়ে বাংলার প্রথম স্থান জিতে নিল ‘ফুলকি’। বাংলার টপার স্থান ছিনিয়ে নিল এই ধারাবাহিক।
সৃজনের বিয়ে দেখিয়ে কমে গেল নিম ফুলের মধু ধারাবাহিকের টিআরপি। দ্বিতীয় স্থানে নেমে গেলে সৃজন-পর্ণা। অন্যদিকে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিক উঠে এলো চতুর্থ স্থানে।। এদিকে স্টার জলসার ‘রোশনাই’ ধারাবাহিক ওপেনিংয়ে এক থেকে দশের ঘরে জায়গা দখল করে নিল।
চলতি সপ্তাহে টিআরপির প্রথম স্থানে রয়েছে ‘ফুলকি’, প্রাপ্ত নম্বর ৭.০। ৬.৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। তৃতীয় স্থানে জগদ্ধাত্রীর নম্বর ৬.৭। ৬.৪ রেটিং নিয়ে চতুর্থ স্থানে কথা ও পঞ্চম স্থানে ৬.৩ রেটিং নিয়ে যুগ্ম কোন গোপনে মন ভেসেছে ও গীতা এলএলবি।
প্রথম – ফুলকি (৭.০)
দ্বিতীয় – নিম ফুলের মধু (৬.৮)
তৃতীয় – জগদ্ধাত্রী (৬.৭)
চতুর্থ – কথা (৬.৪)
পঞ্চম – কোন গোপনে । গীতা LLB (৬.৩)
ষষ্ঠ – বধূয়া (৫.৬)
সপ্তম – জল থই থই ভালোবাসা (৪.৯)
অষ্টম – তুমি আশেপাশে থাকলে (৪.৮)
নবম – Love বিয়ে আজকাল । রোশনাই । আলোর কোলে । অনুরাগের ছোয়া (৪.৭)
দশম – কার কাছে কই মনের কথা (৪.৫)