ছিল বউ হয়ে গেল বোন! ৫ বছরে পাল্টে গেল সায়ক ও সৌমির সম্পর্ক

সায়ক ও সৌমি
ছবিঃ হিন্দুস্তান টাইম বাংলা

৫ বছরে বদলে গেল সম্পর্কের সমীকরণ। স্বামী-স্ত্রী থেকে ভাই-বোন হয়ে গেল সায়ক আর সৌমি। ব্যাপারটা কী? আসলে পুরোটাই পর্দার  জন্য। বাস্তবে সৌমি আর সায়ক চক্রবর্তী একে অপরের খুব ভালো বন্ধু।

করুণাময়ী রাণী রাসমণি ধারাবাহিকে সায়কের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন সৌমি। আর তারপর থেকে প্রায় অনেক ভ্লগে মজা করে সৌমিকে বউ বলে ডাকে। তবে জি-বাংলার ‘তুমি যে আমার হিরো’ ধারাবাহিকে সৌমির দাদার চরিত্রে দেখা মিলবে সায়কের।

আর এই ধারাবাহিকে এন্ট্রি নিয়েই সৌমির সঙ্গে মজার মজার ভ্লগ বানান সায়ক। এই ভ্লগে সৌমি বলেন, ‘পাঁচ বছর পর আমরা আবার একসঙ্গে সেটে। কিন্তু তুই আমার বর তো?’ আক্ষেপের সাথে সায়ককে বলতে শোনা যায় ‘না! আজ থেকে তুই আমার বোন। আমারও অবাক লাগছে রে…’!  সৌমি বলে, ‘সত্যি আমি তোর বোন হয়ে গেলাম।’

সুত্রঃ https://bangla . hindustantimes . com/entertainment/sayak-chakrabrty-makes-an-entry-to-tumi-je-aamar-hero-soumi-chakraborty-is-also-part-f-it-31744884256601.html