
টলিউডে আজকাল বিয়ের খবর চারিদিকে। এই বিচ্ছেদের যুগেও কিছু এমন দম্পতি রয়েছে যারা দীর্ঘ বছর একে অপরের হাত ধরে সুখে সংসার করছেন। তাদের মধ্যেই একজন হলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও অভিনেত্রী মিঠু চক্রবর্তী।
দুজনেই টলি পাড়ার জনপ্রিয় মুখ। অভিনেত্রী মিঠু চক্রবর্তী ক্যান্সার আক্রান্ত হওয়ার পর কিছুদিন অভিনয় থেকে দূরেই ছিলেন। সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন । অভিনেত্রীর এই দুঃসময়ে পাশে ছিলেন স্বামী। স্ত্রীর মনের জোর বাড়িয়েছেন সব্যসাচী।
তাদের দাম্পত্য জীবন প্রায় ৩৯ বছর। ১৯৮৬ সালে বিয়ে করেছিলেন তারা। তবে জানেন কি একটা মজার ঘটনা?
ব্যসাচীকে ‘মামা’ বলে ডাকতেন মিঠু চক্রবর্তী। মামা-ভাগ্নী’র সম্পর্ক ছিল তাদের। ভাগ্নীকে বিয়ে করেন অভিনেতা। একসময় শাশ্বত চট্টোপাধ্যায়ের শো ‘অপুর সংসার’এ ফাঁস করেছিলেন তারা।
শোনা যায়, অভিনেত্রীর বাবা ছিলেন এয়ার ফোর্সের ফাইটার পাইলট। কড়া শাসনে রাখতেন মেয়েকে। বিয়ের প্রসঙ্গে মিঠু চক্রবর্তী বলেছিলেন, ‘এটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। ওরাও দিল্লিতে থাকত, আমারও দিল্লিতে থাকতাম। আমার মায়ের সঙ্গে ওর দূর সম্পর্কের আত্মীয়তা ছিল’।
মিঠু আরও জানান, ‘ছোটবেলায় প্রথম দেখা। ‘তখন টেপজামা পরে পাঁচিলের উপর আমি হাঁটছি। ওরা আমার বাড়িতে ঢুকছে। ওইটুকু বয়স থেকে আমি ওকে চিনি’।
শাশ্বত মজা করে জিজ্ঞেস করেন, এমন মেয়েকে বিয়ে করতে গিয়ে ভয় পাসনি বেণুদা? প্রশ্ন শেষ না হতে হতেই মিঠু চক্রবর্তী জানান, ‘তখন বিয়ে কোথায়? তখন তো বেণু মামা’। মিঠু চক্রবর্তী জানান, সব্যসাচী তাদের দূর সম্পর্কের আত্মীয়তা ছিল।
সূত্রঃ https://www . hindustantimes . com/bangla/entertainment/throwback-when-mithu-chakraborty-revealed-husband-sabyasachi-was-her-uncle-read-more-271765484134062.html
