বাংলা সিরিয়ালের ইতিহাসে আরও একবার নজির গড়ল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক। সামনেই আর্য-অপর্নার বিয়ে। আর বিয়ের প্রতিটা নিয়ম মেনেই জোরকদমে চলছে শুটিং। ইতিমধ্যেই নতুন অপর্ণা হিসাবে শিরিনকেও দর্শক সাদরে গ্রহন করে নিয়েছে।
আর্য-অপর্নার মেহেন্দি অনুষ্ঠানের পর এবার সামনে এল আইবুড়ো ভাতের পর্ব। এখানেই শেষ নয় আরও কিছু চমক অপেক্ষা করে আছে দর্শকদের জন্য। সম্প্রতি জি-বাংলার তরফে সামনে এল আর্য-অপর্নার আইবুড়োভাতের অনুষ্ঠান। আনন্দে মেতে উঠেছে দুই পরিবার।
আইবুড়োভাতের অনুষ্ঠান বেশ জাকজমকভাবে সাজানো। আর্যর পরনে গোলাপি পাঞ্জাবি। অন্যদিকে অপর্ণার পরনে গোলাপি শাড়ি। দিনে দিনে জিতু শিরিনের জুটি যেন আরও বেশি করে দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে।
এরপরেই প্রকাশ্যে এল অপুর গায়ে হলুদের পর্ব। হলুদ পাড় সাদা শাড়ি সাথে হলুদ ফুলের গয়নায় দারুণ মানিয়েছে অপর্ণাকে। ভিডিওতে দেখা যাচ্ছে পরিবারের সকলে ধুমধাম করে গায়ে হলুদের আয়োজন করছে। যদিও এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি আর্যর গায়ে হলুদের ঝলক। খুব শীগ্রই হয়ত সামনে আসবে আর্যর গায়ে হলুদ পর্ব। আইবুড়োভাত, গায়ে হলুদের পর এবার আর্য-অপর্নার বিয়ের পর্বের জন্য অধীর আগ্রহে দর্শক মহল।

