ট্যাক্সিচালক থেকে বলিউড স্টার, রাজেশ শর্মার জীবন সিনেমাকেও হার মানাবে

রাজেশ শর্মা

টলিউড এবং বলিউডে জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা । ভিলেন চরিত্র হোক বা  দুঁদে পুলিশ অফিসার সবেতেই বাজিমাত। খলনায়কের ভূমিকায় তার অভিনয় দেখে দর্শক সত্যি ভয় পেয়ে যেতেন। নিখুঁত অভিনয় দিয়ে আজ টলি থেকে বলিউডের স্টার এই অভিনেতা।

অভিনেতা রাজেশ শর্মা পর্দায় নিজেকে ১০০ শতাংশ ফুটিয়ে তুলতেন। তার অভিনয় প্রশংসা পেয়েছে মহলে। একাধিক সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু অনেকেই জানেন না এককালে তিনি ট্যাক্সি ড্রাইভার ছিলেন। সংসারের অভাব মেটাতে এক সময় মুম্বাইয়ের রাস্তায় ট্যাক্সি চালাতেন।

অভিনেতা রাজেশ শর্মার জন্ম পঞ্জাবের লুধিয়ানায়। অবাঙালি হয়েও নিখুঁত বাংলা ভাষায় ডায়লগ বলে দর্শকের মন জিতেছিলেন। ক্যারিয়ার জীবনে চূড়ান্ত সফল হলে প্রথমদিকে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।  প্রথমে ইন্ডাস্ট্রিতে পরিচালকদের নজরে আসেননি। প্রথমদিকে নাটক করতেন এবং মুম্বাইয়ের রাস্তায় ট্যাক্সি চালিয়ে যা উপার্জন করত, তা দিয়ে সংসার চালাত।

১৯৯৬ সালে হিন্দি “মাচিস” নামে একটি ছবিতে অভিনয়ের সুযোগ পান। ছবিটি জাতীয় পুরস্কার পায় ঠিকিই কিন্তু  রাজেশ শর্মা এই ছবিতে তেমন পরিচিত লাভ করতে পারেননি। মাঝে ৪ বছর কোনও কাজ পাননি। তারপর কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে থিয়েটারে যোগ দেন। বলিউড ইন্ডাস্ট্রি প্রথমে তাকে ফেরালেও টলিউড তাকে আপন করে নেয়।

অপর্ণা সেনের নজরে পড়ে যান এই অভিনেতা এবং ‘পারমিতার একদিন’ ছবিতে অভিনয় করার সুযোগ দেন। আর এখান থেকেই টলিউডের ক্যারিয়ার শুরু। ‘প্রতিবাদ’, ‘দাদা ঠাকুর’, ‘দেশ’, চ্যাম্পিয়ন’, সোনার সংসার’, ‘সাথী’-সহ একাধিক ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পান। টলিউডে পাকাপাকি ভাবে সাফল্য পাওয়ার পরে বলিউডে ডাক পান। ‘স্পেশ্যাল ২৬’, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড’, ‘বাটলা হাউস’ -মতো কিছু জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে কাজ করেন তিনি। আজ টলি-বলি রাজ দাপিয়ে বেড়াচ্ছেন রাজেশ শর্মা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here