বাংলা সিরিয়ালে এই মুহূর্তে কিছু নবাগতা নায়িকা ছোটপর্দায় জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের অভিনয় রীতিমতো দর্শকের মন জয় করে নিচ্ছে। আজকের এই জনপ্রিয় নায়িকারা একসময় অভিনয় করতেন পার্শ্বচরিত্রে। চলুন দেখে নিই পার্শ্বচরিত্র থেকে উঠে আসা এমন ৫ জনপ্রিয় নায়িকাদের-
১। সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)
পার্শ্বচরিত্র থেকে নায়িকা হওয়ার লিস্টে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু নাম প্রথমেই রাখতে হবে। কারণ আজ তিনি আমজনতার ঘরে ঘরে সকলের প্রিয় মিঠাই। তাঁর জনপ্রিয়তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একঝাঁক নতুন তারকার ভিড়ে সৌমিতৃষা কুণ্ডু সেই লালিত্যের নাম যে স্বল্প সময়ের মধ্যে চলচ্চিত্রপ্রেমী বাঙালির মন জয় করেছে। চোখের চাহনি আর অভিনয়ের জাদুতে বাংলা দর্শকের মন কাড়তে খুব বেশি সময় নেয়নি এই মেয়েটা।
জনপ্রিয়তার দিক থেকে ছোটপর্দার নায়িকাদের মধ্যে সবার প্রথমে রয়েছে মিঠাই। তবে আজকের এই জনপ্রিয় নায়িকার শুরুটা মোটেই মুখ্য চরিত্র থেকে হয়নি। বরং খলনায়িকা হয়ে জার্নি শুরু। তারপর একাধিক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করে আজ মুখ্য চরিত্রে। অজান্তেই তার অভিনয় স্নিগ্ধতায় জড়িয়ে গেছে দর্শক।
২। সোমু সরকার (Somu Sarkar)
সোমু সরকার একেবারেই নবাগতা নায়িকাদের মধ্যে একজন। এই প্রথম নায়িকা হয়ে পর্দায় অভিনয় করছে এই মেয়েটি বয়স খুব বেশি নয়, সম্ভবত ২০-২১ হবে। এত কম বয়সে তার অভিনয় দেখে মুগ্ধ হছে বাঙালি দর্শক। ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে অভিনেতা কৌশিক সেনের বিপরীতে নোলকের ভূমিকায় নিজেকে এভাবে মেলে ধরতে পারবে সেটা কেউ ভাবেনি।
‘গোধূলি আলাপ’ তাঁর প্রথম ধারাবাহিক নয়। এর আগে আকাশ ৮ চ্যানেলে ‘ইকিরমিকির’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রের অভিনেত্রী ছিলেন সোমু। বলাই যায়, পার্শ্বচরিত্র থেকেই উঠে আসা নায়িকাদের মধ্যে অন্যতম নোলক।
৩। শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)
বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। এই মুহূর্তে যাকে আপনারা ‘গুড্ডি’ ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পারছেন। এই প্রথম নয় এর আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। দীর্ঘ বছর ধরেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তাঁর অভিনয় বরাবরই দর্শককে মন জিতেছে।
এইমুহূর্তে ছোটপর্দায় শ্যামৌপ্তি একজন জনপ্রিয় নায়িকা হলেও একসময় পার্শ্বচরিত্রে অভিনয় করতেন এই অভিনেত্রী। ২০১৭ সালে ‘চোখের বালি’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয়ে হাতে খড়ি। এরপর পটল কুমার গানওয়ালা, দাসী, করুণাময়ী রানী রাসমণি পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গেছে। পার্শ্বচরিত্রে থেকে প্রথম ‘বাজলো তোমার আলোর বেণু’ লিড রোল সুযোগ পান।
৪। স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)
স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নায়িকা দীপা ওরফে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জিতে নিয়েছে এই মেয়েটি। ধারাবাহিক শুরুর সময় স্বস্তিকার সাবলীল অভিনয় দেখে মুগ্ধ হয়ে পড়েছিল দর্শক।
অভিনেত্রী স্বস্তিকা ঘোষ আজকে নায়িকার চরিত্রে অভিনয় করলেও তিনি পার্শ্বচরিত্র থেকে উঠে আসা একজন অভিনেত্রী। এর আগে সরস্বতীর প্রেম’ ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনয় দক্ষতা তাঁকে নায়িকা হয়ে উঠতে সাহায্যে করে।।
৫। খেয়ালী মন্ডল (Kheyali Mondal)
এই মুহূর্তে ছোটপর্দায় জনপ্রিয় মুখ খেয়ালী মন্ডল। যাকে আপনারা স্টার জলসার ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে অভিনয় করতে দেখছেন। ছোটপর্দার ফড়িং ওরফে খেয়ালী ইন্ডাস্ট্রিতে নতুন মুখ। তবে এর আগে তাকে কালার্স বাংলায় মৌয়ের বাড়ি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়ে। তারপরই মুখ্য চরিত্রে সুযোগ পান এই অভিনেত্রী।
নোলক ,আলতা ফরিং নস্কর আমার সব থেকে প্রিয় অভিনেত্রী।অভিনয় ক্ষমতার নিরিখে।