ছোটপর্দার এমন কিছু অভিনেত্রীরা রয়েছেন যারা শুধুমাত্র পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকের মন জয়ে করে নিয়েছেন। সেরকমই একজন অভিনেত্রী হলেন অস্মিতা চক্রবর্তী। যাকে আপনারা এই মুহূর্তে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে কলি চরিত্রে অভিনয় করতে দেখতে পারছেন।
‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে মুখ্য জুটি মিতুল-ইন্দ্রের পাশাপাশি দর্শক পছন্দের জুটি হল অর্ক-কলি। ধারাবাহিকে অর্ক-কলি’র দুষ্ট-মিষ্টি কেমেস্ট্রিতে বুঁদ নেটিজেন। বাংলা সিরিয়ালের নায়ক-নায়িকার পাশাপাশি অর্ক-কলি’র রসায়ন নিয়ে চর্চা হয়ে থাকে।
যদিও এই প্রথম নয় স্টার জলসার ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকেও রিয়া চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী। সেখানেও কিন্তু তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকে অভিনেতা প্রারব্ধী সিংহের সঙ্গে জুটি বেঁধেছিলেন। যিনি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে জয় চরিত্রে অভিনয় করছেন। ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকে ‘শুভ-রিয়া’ জুটিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এই ধারাবাহিকের পর থেকেই বাস্তবে সম্পর্কে জড়িয়েছেন অস্মিতা-প্রারব্ধী।
View this post on Instagram
‘ফেলনা’, ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকেও অভিনয় করছেন অস্মিতা। তবে ক্যারিয়ারে সবেচেয়ে বেশি প্রশংসা পাচ্ছেন ‘খেলনা বাড়ি’ রিয়া চরিত্রে হাত ধরে। এই ধারাবাহিকে তাঁর অভিনয় তাঁর অভিনীত বাকি সিরিয়ালের সব চরিত্রকে ছাপিয়ে গেছে। তাঁর ভক্তরা আশা রাখেছেন নিজের সুন্দর অভিনয় দিয়েই একদিন ধারাবাহিকের মুখ্য চরিত্রে সুযোগ পাবেন অস্মিতা।