পরপর হাতছাড়া কাজ! মহুয়ার বায়োপিক থেকে দেবের ছবি, বাদ পড়লেন অঙ্কিতা, মুখ খুললেন ছোটপর্দার জগদ্ধাত্রী

অঙ্কিতা মল্লিক

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের আকাশছোঁয়া সাফল্যের পর এই মুহুর্তে বাংলার ঘরের মেয়ে অঙ্কিতা মল্লিক। টিআরপি তালিকায় সেরা পাঁচে থেকেও শেষ হয়েছে জগদ্ধাত্রীর সফর। ধারাবাহিক শেষ হওয়ার আগেই বড়পর্দায় সুযোগ পান অঙ্কিতা।

মহুয়া রায়চৌধুরীর বহুচর্চিত বায়োপিকে মহুয়া চরিত্রে অঙ্কিতা, জানিয়েছিলেন খোদ প্রযোজক। এরপরই দেবের আগামি ছবির নায়িকা হিসাবেও উঠে আসে অঙ্কিতার নাম।

সম্প্রতি গুঞ্জন উঠেছে মহুয়ার বায়োপিক থেকে বাদ দেওয়া হয়েছে অঙ্কিতাকে। এমনকি অঙ্কিতার বদলি হিসাবে ছোটপর্দার ‘ফুলকি’ দিব্যাণী মণ্ডলের কথাও ভাবা হচ্ছে।

গুঞ্জন ছড়াতেই মুখ খুললেন স্বয়ং ছোটপর্দার জ্যাস সান্যাল। অঙ্কিতা আনন্দবাজারকে জানান, তাঁকে নিয়ে যে ধরণের গুঞ্জন ছড়ানো হচ্ছে, তার সবটা সত্যি নয়। তিনি নিজের পরবর্তী কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং খুব শীঘ্রই দর্শকদের চমক দেবেন। মহুয়ার প্রোজক্টের ওয়ার্কশপ চলছে স্পষ্ট করেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘যা হচ্ছে ভাল হচ্ছে।’

দেবের সঙ্গে ছবি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। খবর, দেবের অগস্ট রিলিজ বাইক অ্য়াম্বুলেন্স দাদা করিমূল হকের জীবনীচিত্রের নায়িকা অঙ্কিতা। প্রযোজক রানা সরকারও জানিয়েছেন অঙ্কিতাই থাকবেন নায়িকা। তবে জল্পনা দেবের ছবির কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। মহুয়া হিসাবে অঙ্কিতাকে লঞ্চ করার আগে, অঙ্কিতার অন্য় ছবিতে কাজ নিয়ে খানিক চিন্তিত প্রযোজক।

ছবির পরিচালকও নাকি বদল হবে। সোহিনী ভৌমিকের জায়গায় অন্য় কাউকে দেখা যাবে পরিচালকের আসনে।