‘মিঠিঝোরা’ শেষ হলেও রাই-অনির্বানের জুটিকে এখনও ভুলতে পারেনি দর্শক। ধারাবাহিকে অনির্বান চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন অভিনেতা সুমন দে।
বরাবরই অভিনেতাকে নায়কের চরিত্রেই দেখতে অভ্যস্ত দর্শক। এরআগে যদিও বেশ কয়েকটি ধারাবাহিকে পার্শ্বচরিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে সুমনকে। সম্প্রতি স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে আরও একবার পার্শ্বচরিত্রে এন্ট্রি নিয়েছেন সুমন।
‘মিঠিঝোরা’য় নায়কের চরিত্রের পর ফের ‘চিরসখা’য় পার্শ্বচরিত্র, তবে কি প্রতিযোগিতায় খানিক পিছিয়ে পড়েছেন বলে মনে হয় সুমনের? একথা একেবারেই মানতে নারাজ অভিনেতা। একজন অভিনেতা হিসাবে শুধু মুখ্য চরিত্রেই অভিনয় করবেন তেমন কোন লক্ষ্য নেই তার।
সুমনের কথায়, “ভাল চরিত্রে অভিনয় করতে আগ্রহী আমি। অনেক ধারাবাহিক শুরু হওয়ার প্রায় তিন-চার মাস পরে যোগ দিয়েছি আমি। কিন্তু দর্শকের ভালবাসায় কখনও ভাটা পড়েনি। গত কয়েক বছরে ধারাবাহিকের গল্পে অনেকটাই পরিবর্তন এসেছে। তাই শুধুই মুখ্য চরিত্রে অভিনয় করব, এ কথা ধরে বসে থাকার মানে বোকামি।”

