চা-ওয়ালাই পালটে দিয়েছিল জীবন! ইভেন্ট ম্যানেজার থেকে আজ বাংলা সিরিয়ালের সফল অভিনেতা হানি বাফনা

হানি বাফনা

টেলিভিশনের পর্দায় কিছু শিল্পীরা আছে যারা ছোট চরিত্র দিয়ে যাত্রা শুরু করলেও তাদের প্রতিভা তাদের এগিয়ে নিয়েগেছে। কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ছেলেটিও দেখেছিলেন তেমন স্বপ্ন। তিনি হলেন অভিনেতা ‘হানি বাফনা’। একটা সময় সংসার চালানোর জন্য বিক্রয়কর্মীর কাজ করলেও অভিনয় জগতে পা রাখতেই মোড় ঘুরে যায় অভিনেতার।

তবে কেমন করে অভিনয় জগতে পা রাখা হানির? দাদাগিরির মঞ্চে এসে একবার হানি জানিয়েছিলেন, “অভিনয় করব কোনদিনও ভাবিনি। অনেক পেশা পাল্টে পাল্টে আজকে এই জায়গায়। প্রথমে ইভেন্ট ম্যানেজার ছিলাম, তারপর মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। সেখান থেকে প্রথম অভিনয়ের সুযোগ দিয়েছিলেন একজন চা বিক্রেতা।”

“একজন প্রোডাকশন ম্যানেজারকে বলেছিলাম, আমি অভিনয় করতে চাই। সে তখন ওই চা-দোকানির নম্বর দিয়ে দেখা করতে বলে। সেই মতো দেখা করে, তাকে ছবি দিয়ে আসি আমার। ওই ব্যক্তি স্টুডিওতে চা দেন, প্রোগ্রামারকে আমার ছবি দেখাতেই পছন্দ হয়ে যায়। সাত দিন পরে একটা ছোট্ট রোলে আমাকে ডাকে।”

“সেই থেকেই ছোট ছোট চরিত্র অভিনয় করতে শুরু করি। তারপর একজন মুখ্য চরিত্রের জন্য আমায় পছন্দ করলেন। খুব ভয়ে অফিস থেকে ছুটি নিয়ে চরিত্রটায় অভিনয় শুরু করি। দার্জিলিংয়ে হয়েছিল সেই শুটিং, আজও ভুলতে পারিনি। এরপর তো বাকিটা সবাই জানে।”

‘তুমি আসবে বলে’ ধারাবাহিক দিয়ে তিনি প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় শুরু করেন। এরপর ‘বকুল কথা’ কিংবা ‘প্রথমা কাদম্বিনী’র মতো ধারাবাহিকে তার অভিনয় আলাদা মাত্রা যোগ করেছিল। সোনামনি সাহার বিপরীতে শুভ বিবাহ’ ধারাবাহিকে অভিনয় করছেন হানি।