বাংলা বিনোদন জগতের অভিনেতা সব্যসাচী চৌধুরী’র নতুন করে পরিচয় দেওয়ার হয়তো প্রয়োজন নেই। কারণ তিনি সকলের প্রিয় একজন শিল্পী। আমজনতার ঘরে ঘরে আজও তিনি ‘বামা’। তাঁর অভিনয়ের কোনও তুলনাই হয় না। টানা তিন বছর ধরে বামাক্ষ্যাপা চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে।
‘এসো মা লক্ষ্মী’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। বলাই বাহুল্য, তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। তাকে বেশিরভাগ পৌরাণিক ধারাবাহিকেই দেখা গেছে। ‘অগ্নিজল’, ‘ভক্তের ভোগবন শ্রী কৃষ্ণ’, ‘সাত ভাই চম্পা’, ‘ঝুমুর’ একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান। তবে তুমুল জনপ্রিয়তা এনে দেয় স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকটি। বামাখ্যাপা চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় দেখে চোখ জল এসে যেত দর্শকের। এমনকি বাস্তব জীবনে তাকে ঈশ্বরের সাথে তুলনা করতেন ভক্তরা।
শুধু একজন অভিনেতা হিসাবে নয়, একজন অসাধারণ ব্যক্তিত্ব এবং বড় মনের মানুষ হিসাবেও দর্শক তাকে ভালোবাসেন। প্রেমিকা ঐন্দ্রিলা শর্মা’র খারাপ দিনগুলিতে যেভাবে তিনি পাশে দাঁড়িয়ে ভরসা জুগিয়েছিলেন তা সত্যিই প্রশংসনীয়। একজন অভিনেতা হিসাবে হোক বা একজন সাধারণ মানুষ, সবেতেই তিনি সেরা।