ক্যাটারিং থেকে টলিউডের সুপারস্টার দেব, খাদানের সাফল্যে গর্বিত অভিনেতার বাবা-মা

দেব

দর্শকের ভালোবাসার জোরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন সুপারস্টার দেব। অভিনেতা, প্রযোজক, সাংসদ সব ভূমিকাই সামলাচ্ছেন সমান তালে। তার ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি দেবের অন্যতম হিট ছবি খাদান বক্স অফিসে ঝড় তুলেছে।

‘অগ্নিশপথ’ ছবি দিয়ে টলি ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু হয়েছিল দেবের। বক্স অফিসে সেই ছবি সফল না হলেও দেবের দ্বিতীয় ছবি ‘আই লাভ ইউ’ পালটে দেয় তার কেরিয়ার গ্রাফ। তবে অনেকেই হয়ত জানে না, অভিনয়ে আসার আগে বাবার ক্যাটারিং এর ব্যবসায় সহকারী হিসাবেও কাজ করেছেন।

কম্পিউটার ইঞ্জিয়ারিং নিয়ে পরতে পড়তেই বাবাকে ব্যবসায় সাহায্য করতেন দেব। বলিউড ইন্ডাস্ট্রিতে খাবার সরবরাহের দায়িত্ব ছিল দেবের বাবার উপর। প্রয়োজনে শুটিং সেটে এঁটো বাসনও ধুয়েছেন দেব, সেই কথা নিজের মুখেই বহুবার জানিয়েছেন টলি ইন্ডাস্ট্রির হার্টথ্রব নায়ক দেব।

সম্প্রতি খাদানের স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এসে বাবা-মা’র প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন দেব। এদিন প্রিয়া সিনেমাহলে দেবের সঙ্গে উপস্থিত ছিলেন তার গোটা পরিবার। সকলের সামনে দেব বলেন, ‘বাবা-মা কোনওভাবেই মিস করতে চাইছে না খাদান। ওঁদের তিন-চারবার দেখা হয়ে গেছে। আজকেও এসে বাবা বলল, আমি যাব? আমি বললাম, হ্যাঁ চলো। তাঁরাও কোথাউ এটা একটা প্রাউড আমাকে নিয়ে। সেই ইমোশনটা রয়েছে।’

খাদানের সাফল্যের পর আরও দুটি আসন্ন ছবির ঘোষণা সেরে ফেলেছেন দেব। পুজোয় আসছে রঘু ডাকাত, অন্যদিকে আগামী বছর শীতেই প্রজাপতি ২ নিয়ে পর্দায় হাজির হবেন দেব।