স্বপ্ন তো সবাই দেখে কিন্তু ব্যর্থতা, না পাওয়া, কাজের অভাব এসব পরিস্থিতির কাছে অনেকেই হাল ছেড়ে দেয়। কিন্তু এক্ষেত্রে অভিনেতা শুভজিৎ কর এর গল্পটা একটু অন্যরকম। থেমে যাওয়া তার ডিকশনারিতে নেই। টালির ঘর থেকে টলিপাড়া, অভিনেতার জার্নি বুঝিয়ে দেয় স্বপ্ন দেখতে বড় ঘর লাগে না বরং লাগে ধৈর্য, ইচ্ছেশক্তি, নিজের উপর ভরসা।
বস্তি এলাকায় টালির ঘরে জন্ম নেওয়া নৈহাটির সেই ছেলেটা স্বপ্ন দেখেছিল অভিনয় নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার। এমনও দিন গেছে, থাকার জায়গা বলতে ১০/৮ এর একটা ছোট্ট ঘর।
সেখানে ভাড়া না দিতে হলেও মাথার উপর ছিল খরচ চালানোর দায়িত্ব। বাবার পাঠানো অল্প কিছু টাকা জমিয়ে রাখতে নিজেই পার্ট টাইম কাজ করতেন শুভজিৎ। খরচ বাঁচানো ছিল জীবনের প্রথম পাঠ। নিজের খরচ চালাতেন নিজের টাকায়। সেভিংস বলতে ছিল তার মনের সাহস।
অভাব-অনটন সত্বেও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শুরু হল নাটক নিয়ে পড়াশুনা পাশাপাশি নৈহাটির থিয়েটারের মঞ্চ থেকে অভিজ্ঞতা নিয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা।
এরপর প্রথম ২০০৯ সালে ছোটপর্দায় সুযোগ। রুপসী বাংলার একটি ধারাবাহিকে রোমান্টিক চরিত্রে দেখা মেলে অভিনেতার। দর্শকের চোখে পরিচিতি পেতেই একাধিক ধারাবাহিকে খলচরিত্রে কিংবা পার্শ্বচরিত্রে শুভজিতের অভিনয় নজর কেড়েছে দর্শকের।
সম্প্রতি চিরসখা ধারাবাহিকে বর্ষার প্রেমিকের চরিত্রে শেষবার দেখা গিয়েছিল শুভজিত কে। বর্তমানে স্টার জলসার ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতাকে। ছোটপর্দা ছাড়াও বড়পর্দা, ওয়েব সিরিজেও অভিনয় সেরেছেন অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পিছনে পরিচালনার কাজও হাতে নিয়েছেন অভিনেতা। ২০১৯ সালে মনের মানুষ ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তীকে বিয়ে করেন এবং ২০২২ সালে পুত্র সন্তানের বাবাও হন শুভজিৎ।

