‘ধৈর্য ধরে পরে থাকা কাকে বলে…সেই ২০২৩ থেকে…’, ২ বছর পর স্ত্রীকে পর্দায় দেখে আবেগপ্রবণ স্বামী স্বর্ণেন্দু

পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার

ঘরের মেয়ে আবার ঘরে ফিরলেন। তবে তাকে ছোটপর্দায় ফিরতে বার বার ধৈর্য ধরে রাখতে হয়। কখনো দু’বছর তো আবার কখনো বছরের পর বছর। তবে কাজের প্রতি নেশা তাকে হাল ছাড়তে দেয় না। তিনি আর কেউ নয়, ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী শ্রুতি দাস।

জি-বাংলার রাঙা বউ ধারাবাহিকের পর সেভাবেও ছোটপর্দায় কাজ পাননি তিনি। এর মাঝে ওয়েব সিরিজ, বড় পর্দায় কাজ করেছেন ঠিকই। তবে একটা ধারাবাহিক শেষ হওয়ার পর ছোটপর্দায় কাজ পেতে আজও শ্রুতিকে দিনের পর দিন অপেক্ষা করে যেতে হয়।

জি-বাংলার ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের হাত ধরে প্রায় ২ বছর পর পর্দায় ফিরছেন তিনি। শ্রুতিকে পর্দায় দেখে আবেগ ধরে রাখতে পারলেন না স্বামী পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। স্ত্রীকে নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি।

ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করে স্বর্ণেন্দু লিখলেন, “ফিরে আশা সবসময় সুখকর,আর লড়াই এর একটা আলাদা মজা আছে,আর তোমার লড়াই এর কথা সব চেয়ে ভালো তুমি জানো…আর নিশার লড়াইটা যেন আরও কঠিন !! কোনও কিছু নিয়ে ধৈর্য ধরে পরে থাকা কাকে বলে সেটা আলাদা করে তোমাকে আর বলার প্রয়োজন নেই!মন থেকে অভিনয় করার,আলাদা কিছু করার জেদটা সেই ২০২৩ এর ডিসেম্বর মাস থেকে ধরেই রেখেছিলে,এই জেদ টা ধরে রাখো নিশার মধ্যেও… এভাবে বার বার ফিরে এসো তোমার অভিনয় এর খিদে মেটাতে!! শুভেচ্ছা  ভালোবাসা শ্রুতি।” স্বামীর পোস্টে কমেন্ট বক্সে উত্তরও দিয়েছেন নায়িকা। শ্রুতি লেখেন, “এইভাবেই পাশে থেকো।”