বাংলা ইন্ডাস্ট্রির জড়িয়ে রয়েছেন প্রচুর মানুষ। শুটিং সেটে একাধিক অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দেখতে পাওয়া যায়। সিরিয়াল চলাকালীন একসাথে বাইরে আউটিং, খাওয়া দাওয়া সব চলে তবে সিরিয়াল শেষে সেসব শুধু স্মৃতি। এর কারণ জিজ্ঞেস করলে বহুবার অনেকেই সাফ জবাব দিয়েছে ‘ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না’। কথাটি কি সত্যিই ঠিক? সেই নিয়ে এবার মুখ খুললেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য।
‘গাঁটছড়া’ ধারাবাহিকের দ্যুতি ওরফে শ্রীমা আনন্দ বাজার অনলাইনের সাক্ষাৎকারে জানান, “সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়ে ওঠার এটা একটা অঙ্গ। অনেককেই বদলে যেতে দেখি। ইন্ডাস্ট্রিতে বা কোচিং-এ পড়তে গিয়ে এমন অনেক বন্ধু দেখেছি যারা হঠাৎ বদলে গিয়েছে। ইন্ডাস্ট্রিতে এমন বহু বন্ধুত্ব দেখেছি। কাজ শেষ হয়ে গেলেই বন্ধুত্বগুলো নষ্ট হয়ে যায়। আবার কাজ করতে করতেও বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে দেখেছি। কে কোন কাজ পাবে তা নিয়ে ঈর্ষার বিষয় তো রয়েছেই। হয়তো, কাউকে বন্ধু ভেবে বিশ্বাস করে অনেক কথা বলে ফেলেছি। পরে সেই কথাগুলিই অন্য কারও মুখ থেকে শুনেছি। বন্ধু থাকার সময় তো এমন আশা করিনি! তবে সৌভাগ্যবশত, এ সব নিয়ে সামনাসামনি কথা কাটাকাটির মতো পরিস্থিতি তৈরি হয়নি, এখনও।”