“হাসপাতালে রুগীর সামনে বন্ধুরা কনটেন্ট বানাচ্ছে…ফেসবুক খুললেই ৭৮ টা ঘুমের ওষুধ”, টাকা কামানোর উপায়? বিস্ফোরক মন্তব্য মানসীর

মানসী সেনগুপ্ত

সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই শোরগোল, দেবলীনা নন্দীর আত্মহত্যার ঘটনায় গায়িকা ঠিক কতগুলো ঘুমের ওষুধ খেয়েছিলেন, গায়িকা কখন লাইভে আসবেন, কি বলবেন? এসব নিয়ে মানুষের কৌতূহল যেন থামছেই না। এবার এই বিষয় নিয়ে ফেসবুক লাইভে এসে মুখ খুললেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।

মানসী স্পষ্ট জানান, একজন মানুষের মানসিক অবস্থা কেমন, তিনি কীভাবে সুস্থ হবেন বা তাঁর সমস্যার সমাধান কীভাবে হবে, সেই আলোচনা কোথাও নেই। বরং সংখ্যা আর গসিপ ঘিরেই তৈরি হচ্ছে কনটেন্ট। এই পরিস্থিতি দেখে অভিনেত্রী রীতিমত রেগে আগুন।

মানসীর মতে, কেউ মানসিকভাবে অসুস্থ হলে তার প্রয়োজন কাউন্সেলিং, আইনি সহায়তা বা পরিবারের পাশে থাকা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে হাসপাতালে গিয়ে ক্যামেরা অন করে ভিডিও বানানো হচ্ছে, ভ্লগ করা হচ্ছে। বন্ধুদের দেখা করাও যেন কনটেন্ট তৈরির অংশ হয়ে উঠেছে। মানসী প্রশ্ন তুলেছেন, সত্যিকারের সহানুভূতি থাকলে কি ক্যামেরা বন্ধ রেখে পাশে দাঁড়ানো উচিত নয়।

তিনি আরও বলেন, আমরা এক তরফা গল্প শুনেই রায় দিয়ে দিচ্ছি। দু পক্ষের কথা শোনা হচ্ছে না। আবার এই বিষয়গুলো আদৌ কি জনসমক্ষে আলোচনার? সম্পর্ক তৈরি বা ভাঙার সময় তো কেউ সমাজের অনুমতি নেয় না, তাহলে ভাঙনের সময় কেন সবাইকে জানাতে হবে। এতে অজান্তেই আর একজনকে চরম মানসিক চাপে ঠেলে দেওয়া হচ্ছে না তো সেই প্রশ্নও তুলেছেন মানসী।

সবশেষে মানসী জানান, একজন মা হিসেবে তিনি ভয় পাচ্ছেন। তাঁর মেয়েও বড় হচ্ছে, অন্য শিশুদের মতো সেও সোশ্যাল মিডিয়া দেখছে। তারা কী শিখছে। সমস্যা হলে আইন, পুলিশ, চিকিৎসক রয়েছে। কিন্তু ঘুমের ওষুধ খাওয়াকে সমাধান হিসেবে দেখানো বা তা নিয়ে কনটেন্ট বানানো ভয়ংকর বার্তা দিচ্ছে। তাই এই প্রবণতা বন্ধ হওয়া জরুরি বলেই মনে করেন অভিনেত্রী।