“বন্ধু চলে গেল”…অপু রুপে দিতিপ্রিয়ার বিদায়ে মন খারাপ সন্তুর

তন্ময় মজুমদারের

জিতু ভক্তদের আক্রমণেই মানসিকভাবে বিপর্যস্ত দিতিপ্রিয়া। আর সেই কারনেই সোমবার দিতিপ্রিয়া অফিসিয়ালি ঘোষণা করলেন আর কোনওভাবেই আর এই মেগার অংশ হবেন না তিনি। এদিকে চিরদিনই তুমি যে আমার ছাড়তেই ধারাবাহিকের সকলেই বড্ড মিস করছেন দিতিকে।

দিতিপ্রিয়াকে ছাড়া অপর্ণা চরিত্রে যেন অন্য কাউকে মেনে নিতে পারছেন না ধারাবাহিকের বাকি সদস্যরা। সোমবার সকাল থেকেই শুটিং সেটে নেই দিতিপ্রিয়া। সম্প্রতি দিতি চলে যাওয়াতে মনখারাপ অনস্ক্রিন বন্ধু ‘সন্তু’ ওরফে তন্ময় মজুমদারের।

আনন্দ বাজার ডট কমকে সন্তু বলেন, “আজ আমার শুটিং ছিল না। সকালে বাড়ি বসেই খবর পেয়েছি। বন্ধু চলে গেল!” ‘নতুন বন্ধু’ আসছে তো? “সে তো আসবেই। কাজও করব নতুন যিনি আসবেন তাঁর সঙ্গে। তা বলে কি বন্ধুকে ভুলতে পারব?”

সম্প্রতি তন্ময় তার ফেসবুক পোস্টে দিতিপ্রিয়ার সাথে ছবি শেয়ার করে লেখেন, ‘বন্ধুত্ব’ এমন একটি শব্দ যা কেবলমাত্র মানুষের বন্ধনকেই সংজ্ঞায়িত করে না, বরং মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের দরজা খুলে দেয়। বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো জীবনের সোনালী অধ্যায় হিসেবে জমা হয়। যেখানে হাসি, আনন্দ, বেদনা, ভাগ করে নেওয়া স্মৃতি – সব মিলিয়ে এক অপূর্ব রসায়ন তৈরি হয়। ঠিক তেমনই সন্তু – অপু – রুম্পার বন্ধুত্ব। খুব খারাপ লাগলেও, কষ্ট হলেও এগিয়ে চলাটাই আমাদের কাজ।