আজকের ডিজিটাল যুগে বেশিরভাগ মানুষই ফোন থেকে টাকা আদান প্রদান করে থাকি। তবে এক্ষেত্রে মানুষ সুবিধা ভোগ করলেও প্রতিনিয়ত টাকা ও পরিচয় ঘিরে যে জালিয়াতি হচ্ছে তা মানুষের কাছে রীতিমত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সামান্য অসাবধানতা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
সম্প্রতি তেমনই একরকম জালিয়াতের খপ্পরে পড়েছেন সুদীপা চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে তা নিজেই জানান সুদীপা। সুদীপার কথা অনুযায়ী, খুব চেনা একটি মানুষেরই নাম করে তার কাছে ভেরিফিকেশন কোড জানতে যাওয়া হয় এবং সেই ভেরিফিকেশন কোড শেয়ার করতেই হঠাৎ করেই তার ব্যক্তিগত ওয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় কিছুক্ষনের জন্য। পরবর্তী সময় সুদীপা তার ওয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগইন করার পর জানতে পারেন তার পরিচিত বহু মানুষের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে।
সুদীপা আরও জানান, তার পরিচিত ব্যক্তিদের কাছে পাঠানো মেসেজে লেখা ছিল – “আমি সুদীপা, আমার জরুরি সাহায্যের প্রয়োজন, দয়া করে আমাকে এখনই টাকা পাঠাও।” মেসেজটা শেয়ার করার সাথে সাথে অনেকেই তাকে টাকা শেয়ার করেছে। অন্যদিকে সুদীপা কিছু বোঝার আগেই প্রায় দেড় লক্ষ টাকার জ্বালিয়াতি হয়ে গেছে তার সাথে।
এরপর সুদীপা আইনি ব্যবস্থার দারস্ত হন এবং এই মুহুর্তে তাকে ব্যক্তিগত ওয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে হয়েছে। সুদীপার কথা অনুযায়ী এমন কোন ওটিপি, ভেরিফিকেশন কোড বা সিকিউরিটি পিন কখনও শেয়ার না করা।