দুঃসংবাদ! প্রয়াত আকাশবাণীর প্রাক্তন ঘোষক

প্রাক্তন ঘোষক মিহির বন্দ্যোপাধ্যায়

ফের দুঃসংবাদ! প্রয়াত আকাশবাণীর প্রাক্তন ঘোষক মিহির বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী সংবাদ কলকাতার তরফ থেকে সেই খবর নিশ্চিত করা হয়েছে। কালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

জানা যাচ্ছে, ১৬ ই মে কলকাতায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিহির বাবু। ১৯৬৫ সালে তিনি আকাশবাণী কলকাতার ঘোষক হিসেবে যোগ দিয়েছিলেন। সবিনয় নিবেদন, গল্প দাদুর আসর সহ একাধিক অনুষ্ঠান তিনি দারুন জনপ্রিয় ছিলেন। একাধিক গানও রচনা করেছিলেন।

প্রাক্তন ঘোষক মিহির বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছেন তার সহকর্মীরা।

সুত্রঃ https://bangla . hindustantimes . com/entertainment/mihir-banerjee-famous-radio-jockey-of-akashvani-passed-away-at-84-31747416293444.html