একেই বলে ভালোবাসা! বিচ্ছেদ ভুলে আবার একসঙ্গে প্রান্তিক-অঙ্কিতা

প্রান্তিক-অঙ্কিতা

টলিপাড়ার জনপ্রিয় জুটি প্রান্তিক ব্যানার্জী ও অঙ্কিতা চক্রবর্তী। ১২ বছরের বন্ধুত্ব, এক বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন প্রান্তিক-অঙ্কিতা। চুপিসারে কয়েকজন বন্ধুবান্ধবদের নিয়ে সিকিমের পাহাড়কে সাক্ষী রেখে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারকা দম্পতি।

তাদের ছিমছাম ‘ডেস্টিনেশন ওয়েডিং’ নিয়ে চর্চাও কম হয়নি তখন। কিন্তু ৩ বছরের সংসার পার করার পর ২০২৫-এর শেষের দিকে হঠাতই ছন্দপতন ঘটে। এমনকি প্রান্তিক-অঙ্কিতার দাম্পত্যে ফাটল থেকে প্রকাশ্যে ডিভোর্সের ঘোষণাও করেন তারা।

অঙ্কিতা এখন বলিউডে দাপিয়ে কাজ করছেন, অন্যদিকে প্রান্তিক ব্যস্ত টলিউড নিয়ে। এই দুই ইন্ডাস্ট্রির দূরত্ব আর কাজের চাপের কারণেই তৈরি হয়েছিল মানসিক দূরত্ব। প্রান্তিক নিজেই একসময় জানিয়েছিলেন যে তারা সেপারেশনে আছেন এবং ডিভোর্স নিতে চলেছেন।

এবার বিচ্ছেদের ঘোষণা থেকে ফের একসাথে থাকা। প্রান্তিক-অঙ্কিতার সম্পর্কের সমীকরণ কি তবে বদলে গেল? অনুরাগীদের একরাশ মন খারাপের মাঝে এবার মিলল দারুণ এক স্বস্তির খবর।

ডিভোর্সের জল্পনা উড়িয়ে দিয়ে অঙ্কিতা চক্রবর্তী সম্প্রতি ফেসবুকে তাঁদের বিয়ের একটি বিশেষ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “ফিরে দেখা”। অভিনেত্রীর এই পোস্টেই যেন সব অন্ধকার কেটে গেল। তাদের ছবিতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং সহকর্মীদের উচ্ছ্বসিত মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে, তারা মান-অভিমান ভুলে আবারও একে অপরের কাছে ফিরে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এই জুটিকে অভিনন্দন জানিয়ে বলছেন, “ভালোবাসার জয় এভাবেই হোক।”

প্রান্তিক-অঙ্কিতা