জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রান্নাঘর’। বহু বছর ধরে এই শো জনপ্রিয়তার সাথে টিভির পর্দায় চলছে এই শো। প্রথমে সুদীপার হাত ধরে এই শো পর্দায় সাফল্য পেয়েছিল। বর্তমানে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ‘রান্নাঘরে’ সঞ্চালনা করেন।
এবার এই শোয়ে প্রতিযোগী হয়ে আসছে কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের বোন ঋত্বিকা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এই প্রথমবার একসাথে স্ক্রিন শেয়ার করবেন তারা। আজকে সেই বিশেষ পর্ব সম্প্রচার হবে পর্দায়।
দুই বোনের আড্ডা, গল্পে জমে উঠবে রান্নাঘরের বিশেষ পর্ব। তবে প্রশ্ন হচ্ছে তাহলে কি আগামীদিনে নীনিকার পথেই হাঁটবেন ঋত্বিকা? অভিনয় জগতে কি দেখা মিলবে তার? সেটা তো সময় বলবে।
View this post on Instagram