‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক অভিনেত্রী তিতিক্ষা দাসের কাছে আশীর্বাদ হয়ে এসেছিল। ধারাবাহিক শেষ হওয়ার পর থেকে বসে নেই অভিনেত্রী। একের পর এক কাজ করে চলেছেন চুটিয়ে।
‘দত্ত অ্যান্ড বৌমা’, ‘জয় জগন্নাথ’ ধারাবাহিক দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেছলেন তিতিক্ষা। তবে জি-বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকের মেঘ চরিত্রে মিলেছিল বিপুল জনপ্রিয়তা। এই চরিত্রে অভিনয় করেই দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী।
কিছুদিন আগে ওয়েব সিরিজে পা রেখেছেন। ‘গভীর জলের মাছ’ সিজেন ২-এ ‘বৃন্দা’র চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন ছোটপর্দার মেঘ। এবার আবারও নতুন সিরিজে কাজ করতে চলেছেন অভিনেত্রী।
এবার ধূসর চরিত্রে ফিরতে অভিনয় করবেন তিতিক্ষা। এই প্রথমবার তিনি এরকম একটি চরিত্রে ফিরছেন। সিরিজের নাম ‘গুটিপোকা’। সৌভিক কুণ্ডুর পরিচালনায় হইচই-এর আগামী সিরিজ ‘গুটিপোকা’য় দেখা যাবে তাকে।
আজকাল ডট ইন-কে অভিনেত্রী জানিয়েছেন “এই প্রথমবার একটু ধূসর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমায় এই সিরিজে। আমার চরিত্রের নাম অ্যাঞ্জেলা। একজন ক্যারাটে খেলোয়াড়ের ভুমিকায় দেখা যাবে আমায়। বেশ অন্যরকম চরিত্রটা।”
তাহলে কি আর ফিরবেন বাংলা সিরিয়ালে? অবশ্যই ফিরবেন। অভিনেত্রী জানিয়েছেন, ভালো চরিত্রের জন্য তিনি অপেক্ষা করছেন। তিনি সিরিয়ালে কাজ করতে চান। ভালো চরিত্র পেলে আবার তাকে সিরিয়ালে দেখা যাবে।