নির্ধারিত সময় মতো প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। নতুন নায়িকা আসতেই টিআরপির প্রথম পাঁচ থেকে ছিটকে গেল জি-বাংলার সবচেয়ে জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। আগের সপ্তাহের তুলনায় নম্বরও কমেছে এই মেগা ধারাবাহিকের। গত সপ্তাহে টিআরপিতে ৬.১ নম্বর পেলেও চলতি সপ্তাহে ০.২ রেটিং কমল এই মেগার।
অন্যদিকে ৬.০ নম্বর পেয়ে জায়গা দখল করল লক্ষ্মী ঝাঁপি। চলতি সপ্তাহে পরশুরাম কে হারিয়ে ‘পরিণীতা’ বাংলার টপার স্থান ধরে রাখল। গত সপ্তাহে চতুর্থ স্থান দখল করলেও এবারে প্রথম পাঁচ থেকে ছিটকে গেল চিরসখা। ৫.৮ নম্বর পেয়ে এবারে নবম স্থানে এই মেগা।
চলতি সপ্তাহে ৭.১ নম্বর নিয়ে বাংলার টপার ‘পরিণীতা’। ৬.৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘আজকের নায়ক পরশুরাম’। ৬.৮ নম্বর নিয়ে তৃতীয় স্থান দখল ‘রাঙামতি’। চতুর্থ স্থানে রয়েছে বিদ্যা ব্যানার্জি, তার প্রাপ্ত নম্বর ৬.৬ এবং পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী, প্রাপ্ত নম্বর ৬.৪ নম্বর।
প্রথম – পরিণীতা (৭.১)
দ্বিতীয় – পরশুরাম (৬.৯)
তৃতীয় – রাঙামতি (৬.৮)
চতুর্থ – বিদ্যা ব্যানার্জি (৬.৬)
পঞ্চম – জগদ্ধাত্রী (৬.৪)
ষষ্ঠ – বেশ করেছি প্রেম করেছি । ও মোর দরদিয়া (৬.২)
সপ্তম – লক্ষ্মী ঝাঁপি (৬.০)
অষ্টম – চিরদিনই তুমি যে আমার । আমাদের দাদামণি (৫.৯)
নবম – চিরসখা (৫.৮)
দশম – জোয়ার ভাঁটা (৫.৭)

