প্রথমবার পর্দায় একফ্রেমে দিব্যজ্যোতি- প্রিয়াঙ্কা

দিব্যজ্যোতি- প্রিয়াঙ্কা

অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, যাকে সকলে ‘অনুরাগের ছোঁয়া’র সুর্য বলেই বেশি চেনেন। এই মুহূর্তে সিরিজ থেকে ছবি সর্বত্রই কাজ সেরে ফেলেছেন অভিনেতা। তবে এবার অনুরাগীদের জন্য দারুণ খবর।

স্বস্তিকা ঘোষ ওরফে ‘দিপা’ অতীত, এবার অভিনেত্রী প্রিয়াঙ্কা ভাট্টাচার্যের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন দিব্যজ্যোতি। তবে কি নতুন কোনও মেগায় জুটি বাঁধতে চলেছে দিব্যজ্যোতি- প্রিয়াঙ্কা? ‘অনুরাগের ছোঁয়া’ কি তবে শেষের পথে?

এগুলোর কোনওটাই নয়, সামনেই পুজো আসছে। আর পুজোয় নতুন জামার পাশাপাশি, পুজোর ছবি, পুজোর গানের জন্যে আজও বাঙালিরা অপেক্ষা করে থাকেন। আর সেরকমই একটি পুজোর মিউজিক ভিডিয়োর জন্য পর্দায় জুটি বাঁধবেন দিব্যজ্যোতি ও প্রিয়াঙ্কা।

জনপ্রিয় লালনগীতি ‘মিলন হবে কত দিনে’ তে তাদের একসঙ্গে দেখা যাবে। গানটি এখনও প্রকাশ্যে না আসলেও গানের প্রোমো সামনে এসেছে। চলতি মাসের ২৪ তারিখ, ইটস সমাজ বাংলা মিউজিক চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানটি গেয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী।

গানে এক মৃৎশিল্পীর প্রেমের গল্প তুলে ধরা হবে। যেখানে দিব্যজ্যোতি অভিনীত চরিত্রটি একজন মৃৎশিল্পী। পুজোর আগে এতটাই ব্যস্ত যে স্ত্রীকে সময় দিতে পারছে না। আর সেই গল্পকে কেন্দ্র করেই তৈরি ‘মিলন হবে কত দিনে’।