পুরো অভিজিতের কপি! এই প্রথমবার কলকাতায় বাবার সঙ্গে গান গেয়ে মঞ্চ মাতালেন অভিজিৎ ভট্টাচার্যের ছেলে জয়

অভিজিৎ ভট্টাচার্যের ছেলে জয়

অনামিকা কলা সঙ্গম-এর উদ্যোগে কলকাতার কলামন্দিরে এক অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে অতিথি হিসাবে হাজির ছিলেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। বহু বছর পর তিনি কলকাতায় অনুষ্ঠান করলেন।

তবে এই মঞ্চে শুধুই গায়ক অভিজিৎ নয়, ছিলেন তার ছেলে জয় ভট্টাচার্যও। বাবার সাথে এই প্রথমবার কলকাতার মঞ্চে জমিয়ে পারফর্মেন্স করলেন।

জয়ের গান শুনে অনেকেই বলছেন একেবারের বাবার মতোই গলা। আবার কেউ বলেছেন, ‘পুরো অভিজিতের কপি’।

বহুদিন আগেই জয় মিউজিক ইন্ডাস্ট্রিতে ডেবিউ সেরেছেন। ছোট থেকে গান ছিল ধ্যানজ্ঞান।

সূত্রঃ bangla . hindustantimes . com