ইন্ডিয়ান আইডলের সেরা দশে পাঁচ বাঙালি, দেখুন কারা?

ইন্ডিয়ান আইডল

গানের রিয়েলিটি শো গুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়ান আইডল। বরাবরের মত এবারেও এই শোয়ের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। এবারের সিজনে শুরু থেকেই বাংলার ছেলেমেয়েরা মঞ্চ মাতিয়েছিল। গত সপ্তাহে ময়ূরী ভোট আউট হয়ে যাওয়ার পর, অনেকেরই দাবি রাজনীতি করে বাঙালিদের বাদ করা হয়েছে।

তবে সেরা দশের মধ্যে এখনও রয়েছে বাকি ৫ জন প্রতিযোগী। তারা হল শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, প্রিয়াংশু দত্ত, রয়েছে মিশমি বসুও।

ইতিমধ্যেই ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন খড়গপুরের পানওয়ালা শুভজিৎ চক্রবর্তী। পাশাপাশি মানসীও নজর কেড়েছে দর্শকের। এবার গানের লড়াইয়ে বাংলা থেকে কে জেতে সেটাই দেখার পালা।