৫২ তেও ফিট! মুখে গ্লো ধরে রাখতে কি খান রচনা বন্দ্যোপাধ্যায়? জানলে চমকে যাবেন আপনিও

রচনা বন্দ্যোপাধ্যায়

বয়স প্রায় ৫২। এই বয়সেও রচনা বন্দ্যোপাধ্যায়ের গ্ল্যামার যেন উপচে পড়ছে। তিনি যেন এখনো ইয়ং। কীভাবে নিজেকে এত ফিট রাখেন রচনা? এই নিয়ে ‘দিদি নং ১’-এ বহুবার বহু প্রতিযোগী তাকে জিজ্ঞেস করেছেন। তবে অভিনেত্রী কিন্তু সঠিক জবাব কখনোই দেয়নি। কারণ সৌন্দর্যের সিক্রেট কেউ কি বলতে চায়?

অনেকেই রচনা বন্দ্যোপাধ্যায়ের ফিট থাকার সিক্রেট জানতে চায়। জানেন কি নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য রোজ অভিনেত্রী একটি জিনিস খেয়ে থাকেন। আর সেটাই হল তার গ্লো ধরে রাখার আসল সিক্রেট।

একবার রবীন্দ্র সরোবরে সকাল সকাল ঘুরতে যান। আর সেখানে গিয়ে ক্যামেরার মুখোমুখি হন অভিনেত্রী। সকাল সকাল যেখানে সকলে চা খান। রচনা বন্দ্যোপাধ্যায়কে  নিম পাতা আর করলার রস খেতে দেখা যায়। আর সাথে  অ্যালোভেরা আর আমলার রস।

এদিন অভিনেত্রী নিজেই বলেন ‘আমায় সবাই জিজ্ঞেস করেন, আমি কী করি, কী খাই। আমি এটা খাই। বাড়িতে খাই রোজ সকালে। কিন্তু আজ এখানে খাচ্ছি।’

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)