জি-বাংলার নতুন ধারাবাহিক মুকুট। যেখানে মুখ্য চরিত্রে রয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া এবং দ্বিতীয় প্রধান চরিত্রে রয়েছেন ‘কড়িখেলা’র শ্রীপর্ণা রায়। ‘মাধবীলতা’ মাত্র তিন মাসেই বন্ধ হয়ে গিয়েছে। এরপরই মুকুট হাত ধরে ফিরলেন শ্রাবণী। তবে ভাগ্য খারাপ, প্রথম দিনেই ফ্লপ হয়ে গেলে তার ধারাবাহিক।
গতকাল শুরু হয়েছে ‘মুকুট’। ঠিক সেই সময় বিপরীত চ্যানেলে রয়েছে বাংলার টপার ‘অনুরাগের ছোঁয়া’। কালকের দীপা-সূর্যের এক ঘণ্টার পর্বেই মেতেছিলেন অধিকাংশ দর্শক। কিন্তু ওটিটি’তে এবং ফেসবুকে অনেকেই মুকুট দেখেছেন অনেকেই। তাদের প্রতিক্রিয়া মতে, ধারাবাহিকের গল্প সেই একঘেয়ে। কিছুটা মাধবীলতার স্বাদ পেয়েছেন দর্শকেরা।
মুকুটের প্রথম এপিসোডে দেখা গেল দুর্গাপূজার মধ্যে এক মেয়ে বেনারসি পড়ে ছুটছে, কারণ বিয়ের রাতে তাঁকে পাচারকারীর দল পাচার করতে এসেছে। এরপর দেখা যায় সেই মেয়েটিকে উদ্ধার করতে একটি মেয়ে কালীর ছদ্মবেশ নিয়ে হাতে অস্ত্র নিয়ে পাচারকারী দলের পিছনে ছুটে যায়।
আর প্রথমদিন দৃশ্য দেখে অনেকেই জানিয়েছে, “মাধবীলতায় গাছের জন্য লড়াই আর এখানে নারী পাচারের জন্য লড়াই, গল্প ঘুরে ফিরে এক, কোনও নতুনত্ব নেই”। অনেকে আবার তো জানিয়ে দিয়েছেন “এই সিরিয়ালও বেশিদিন চলবে না”। অর্থাৎ বলাই যায়, প্রথমদিন দর্শকের মন জয় করতে ব্যর্থ এই ধারাবাহিক। এবার দেখার বিষয় আগামীদিনে কি হয়?