বিয়ের পর প্রথম জন্মদিন পালন করলেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। সদ্য আইনিভাবে বিয়ে সেরেছেন রুদ্রজিৎ ও প্রমিতা। এই দম্পতীর প্রেমের সম্পর্ক ছিল ২ বছর। তারপরই এইবছর আইনিভাবে বিয়ে সারলেন।
বলাই বাহুল্য বিয়ের পরের প্রথম জন্মদিন একটু বেশিই স্পেশাল হয়। তাই এই বছরের জন্মদিন অভিনেত্রী প্রমিতা জন্য একটু বেশিই চমক ছিল। অভিনেত্রীর জন্মদিনে একটু রোম্যান্টিক ভাবে সারপ্রাইজ দেন রুদ্রজিৎ।
রুদ্রজিৎয়ের কাছে জন্মদিনের সারপ্রাইজ পাবে তা আগে থেকে আন্দাজ করেছিলেন প্রমিতা। তবে জন্মদিন সেলিব্রেশন নিয়ে যেটা এতদিন স্বপ্নে ভাবত, সেটা বাস্তবে পূরণ হবে ভাবতে পারেনি অভিনেত্রী। রুদ্রজিৎয়ের কাছে এরকম সারপ্রাইজ পেয়ে আনন্দে উল্লাসিত অভিনেত্রী।
প্রমিতাকে প্ল্যান করে বান্ধবীর বাড়ি পাঠিয়ে গোটা বাড়ি নিজের হাতে সাজায় রুদ্রজিৎ। লাল-সোনালি হ্যাপি বার্থডে বেলুন, মোমবাতি এবং চারিদিকে গোলাপের পাপড়ি ছড়িয়ে, রেড ভেলভেট কেক দিয়ে সারপ্রাইজ দিলেন নিজের সদ্য বিয়ে করা বউকে।
রাত বারোটায় এইভাবে সারপ্রাইজ পাবেন, ভাবতে পারেননি অভিনেত্রী। প্রমিতা জানায়, জন্মদিনের সারপ্রাইজ পাব জানতাম কিন্তু এইভাবে পাব আশা করিনি।
অভিনেত্রী জানান, আগে কখনো বাড়ি বেলুন দিয়ে সাজিয়ে জন্মদিনে সারপ্রাইজ পায়নি। অনেকদিন আগে তার এই মনের ইচ্ছের কথা জানিয়েছিলেন রুদ্রজিৎকে। হার্ট শেপের বেলুন দিয়ে ঘর সাজিয়ে বার্থে সেলিব্রেট আমার কাছে স্বপ্নের মতন। আর সেই কথা মনে রেখেই এইভাবে সারপ্রাইজ দেন রুদ্রজিৎ।
নিজদের বার্থডের মুহূর্তে ছবি এবং ভিডিও নিজেরাই শেয়ার করেন নিজেদের সোশ্যাল মিডিয়ায়। ছবি শেয়ার করা মাত্র ভক্তরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দেয়।