বাংলা সিরিয়ালে অভিনয় ছাড়লেন ‘ফিরকি’র রানি মাসি

সুজি ভৌমিক

‘ফিরকি’ ধারাবাহিকে রানি মাসির চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন সুজি ভৌমিক। জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও সেভাবে পর্দায় কাজ পাননি। মাঝে স্টার জলসার ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে নার্সের চরিত্রে দেখা পাওয়া। যদিও সেটা অল্প সময়ের জন্য। কিন্তু এরপর আর কোনও ভালো কাজের অফার পাচ্ছেন না, আর সেই ক্ষোভেই অভিনয় ছাড়লেন অভিনেত্রী।

২০১১ সালে টালিগঞ্জে প্রথম কাজ পেয়েছিলেন সুজি। তৃতীয় লিঙ্গের মানুষ বলে আর পাঁচজন অভিনেত্রীর চেয়ে তার লড়াই আরও কঠিন ছিল। তবে ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়ায় কলকাতা ছেড়ে বহরমপুরে নিজের বাড়িতে চলে গেছেন অভিনেত্রী।

ফেসবুক পোস্টে সুজি ক্ষোভ উগড়ে লেখেন, “আজ আমি ট্রান্সজেন্ডার বলে অভিনয় জগতে কোনও দাম নেই, কাজ ও নেই। আমার জীবনের সব থেকে বড় ভুল অভিনয় করে সৎ ভাবে করে খাওয়ার চেষ্টা করেছিলাম’।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, “নামেই সমাজের মাথারা ইকুয়ালিটি নিয়ে বুলি আওড়ায়। কিন্তু সবটাই লোক দেখানো। ইন্ডাস্ট্রিকে ট্রান্স শিল্পীদের নিয়ে কেউ মাথা ঘামায় না। সকলে তো কাজ করার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসে। আমিও এসেছিলাম। কাজটা আমি ভালোই করি, সেটা আমিও জানি আর অন্যরাও জানে, তবুও আমাকে টাইপকাস্ট করা হয়। আমরা (রূপান্তরকামীরা) কারও বোন, দিদি, ডাক্তার, নার্সের চরিত্রে অভিনয় করতে পারি, সেই কথা কারও মাথায় আসছে না”।

সুজি আরও জানান, “লোকে বলে আমরা কেন সিগন্যালে দাঁড়াই? কেন ট্রান্স মহিলারা ট্রেনে হাততালি দিয়ে টাকা চায়? আমরা কাজ করতে গেলে সুযোগ কোথায় পাচ্ছি?বিনোদন জগতও তো সুযোগ দিল না।’ আপাতত অন্য পেশা খুঁজছেন সুজি। ভালো কাজ পেলে ফিরবেন অভিনেত্রী।

Source: bangla . hindustantimes

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here