চলতি বছরের মার্চ মাসে শুরু হয়েছিল জি-বাংলার ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিক। টিআরপি’র অভাবে এক বছরের আগেই শেষ হয়ে গেল সোহিনী বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক। যদিও শুরু থেকে দর্শকের মন জয় করতে পারেননি তুবড়ি।
শুরু হওয়ার আগে ধারাবাহিকের প্রোমো দর্শক মন জিতে নিয়েছিল কিন্তু টিভির পর্দায় সম্প্রচার হওয়ার পর গল্পে মন ভরেনি। মাঝে ভিলেন রূপে অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর এন্ট্রিতে টিআরপি বেড়েছিল। যদিও সেইভাবে লাভ হয়নি। তাই নতুন ধারাবাহিক আগমনে সিরিয়াল শেষ করার সিদ্ধান্ত নেন চ্যানেল।
গতকাল ছিল ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিকের শেষ শুটিং। বিদায় বেলায় চোখে জল গোটা টিমের। পর্দায় আর অর্জুন-তুবড়িকে দেখতে পারবেন না দর্শক। শুটিং শেষ দিনে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন অর্জুন-তুবড়ি।