গতকাল সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই চোখে পড়ছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের কিছু রোম্যান্টিক মুহূর্তে ছবি। যা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না দর্শকেরা। এই মুহূর্তে এই সিরিয়ালের ক্রেজ বলে বোঝানো মুশকিল।
অসমবয়সী প্রেম যেন আরও একবার দর্শকদের ভাবতে বাধ্য করছে প্রেম বয়সে বাধা মানে না। আর তার নেপথ্যে আর্য-অপু অর্থাৎ দিতিপ্রিয়া আর জিতু কেমেস্ট্রি যেন সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে। বলতেই হয় এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সেরা জুটি দিতিপ্রিয়া আর জিতু কমল।
তাদের অভিনয় দক্ষতা, চোখের এক্সপ্রেশনে বুঁদ নেটিজেনরা। ধারাবাহিক শুরু হওয়ার সময় বোঝাই যায়নি যে টিভির পর্দায় এই মেগা ঝড় তুলবে। যাই হোক, আপাতত দর্শকের আজকের এপিসোডের জন্য অপেক্ষা করে রয়েছেন।
গতকাল ধারাবাহিকে দেখানো হয়, মীরা মা মারা যায়। আর সেই সুযোগ নেয় কিঙ্কর, মানসীরা। মীরা আর্যকে দায়িত্ব নেওয়ার কথা বলে আর সেই মুহূর্তে অপর্ণা সেখানে চলে আসে। আর্যকে ভুল বুঝে সেখান থেকে বেরিয়ে যায় সে।
ধারাবাহিকের প্রিক্যাপে দেখানো হয় অপর্ণার সাফল্যের জন্য তার বাবা-মা বাড়িতে পার্টি রাখেন আর সেখানে অতিথি হিসাবে উপস্থিত হয় আর্য। আর্য কি পারবে অপুর অভিমান ভাঙাতে। সেটা ধারাবাহিকের আজকের এপিসোডে দেখা যাবে।
এসবের মাঝে দর্শকের চিন্তা মুক্ত করতে এসভিএফের অফিশিয়াল চ্যানেল থেকে আর্য-অপুর কিছু রোম্যান্টিক মুহূর্তের ছবি সামনে আনা হয়। ছবি থেকে ইঙ্গিত মিলছে অপর্ণাকে অবশেষে গোলাপ দিয়ে নিজের মনের কথা জানাচ্ছে আর্য। তবে দর্শক আন্দাজ করছেন এটি আর্যর স্বপ্ন হতে পারে। তবে কোন চমক আনতে চলেছেন নির্মাতা সেটা তো আগামী পর্বেই দেখা যাবে।