‘দেশের মাটি’র পর বন্ধ হতে চলেছে আরও একটি ধারাবাহিক ‘তিতলি’। ৪১৬ পর্বে শেষ করা হচ্ছে এই ধারাবাহিক। গতকাল শেষ শুট হয়েছে।
আচমকাই স্টার জলসা ধারাবাহিক ‘তিতলি’ বন্ধ হওয়ার পিছনে রয়েছে কম টিআরপি। যদিও এই ধারাবাহিক দর্শকের কাছে তেমন জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। এক শ্রবণশক্তিহীন মেয়ের পাইলট হওয়ার ইচ্ছে নিয়েই শুরু হয়েছিল ধারাবাহিকটির পথ চলা। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিল মধুপ্রিয়া ও আরিয়ান। ধারাবাহিক শুরুতে প্রচুর প্রত্যাশা থাকলেও তেমন সাড়া ফেলতে পারেনি দর্শকের মনে।
View this post on Instagram
মাঝে ‘তিতলি’র আজব কান্ড-কারখানার জন্য সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে। অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয় দুনিয়ায় হাতেখড়ি। তবে প্রথম কাজে দর্শকের মন জয় করতে ব্যর্থ মধুপ্রিয়া।