অবশেষে শেষ হল তোমাদের রানী ধারাবাহিকের শুটিং, শেষ দিনে আবেগপ্রবণ গোট টিম

তোমাদের রানী

অবশেষে শেষ হল স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘তোমাদের রানী’। দুই নতুন মুখকে নিয়েই শুরু হয়েছিল এই ধারাবাহিক। অভিনেত্রী অভিকা মালাকার এবং অভিনেতা অর্কপ্রভের জুটি পর্দায়  ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে ইয়ং জেনারেশন রানী-দুর্জয়ের জুটিতে বুঁদ ছিল।

প্রথমদিকে ধারাবাহিক জনপ্রিয়তা পেলেও পরবর্তী সময়ে টিআরপি কমতে থাকে আর যার জন্য এই বন্ধের সিধান্ত নেন চ্যানেল। তার জায়গায় আসছে এক নতুন ধারাবাহিক।

রানী দুর্জয়ের বিয়ে দেখিয়েই শেষ হচ্ছে তোমাদের রানী। শুটিংয়ের শেষদিনে চোখে জল ছিল সকলের। তোমাদের রানী ধারাবাহিকের জন্য মন খারাপ দর্শকের।