অবশেষে সামনে এলো দিতিপ্রিয়া আর জিতু’র নতুন ধারাবাহিকের প্রোমো, বদলে গেল ধারাবাহিকের নাম

চিরদিনি তুমি যে আমার

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রথম প্রোমো আপনারা অনেক আগেই দেখেছেন। এই ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

ধারাবাহিকের প্রথম প্রোমোতে নাম দেওয়া হয়েছিল ‘তোমাকে ভালোবেসে’। কিন্তু পরবর্তী সময়ের প্রোমো থেকে নাম সরিয়ে নেওয়া হয়। অবশেষে ধারাবাহিকের নাম বদলে দেওয়া হল। ধারাবাহিকের নতুন নাম দেওয়া হয়েছে ‘চিরদিনি তুমি যে আমার’। অসমবয়সী ভালোবাসার কাহিনী নিয়ে আসছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের দ্বিতীয় প্রোমোতে দেখা মিলল নায়কের। দিতিপ্রিয়ার বিপরীতে দেখা যাবে অভিনেতা জিতু কমলকে। ধারাবাহিকের দ্বিতীয় প্রোমোতে দেখা গেল নায়ক হেলিকপ্টার থেকে নেমে আসছে। নায়িকা প্রশ্ন করলে নায়ক জানায়, সে বেড়াতে যেতে চায় তাই। এরপর দেখা যায় নায়িকা জানায় একদিন পাহাড়ে যাবে, বরফে বসে গোলা খাবে। নায়িকার বলা মাত্রই নায়ক তাকে পাহাড়ে ঘুরতে নিয়ে যায়।