অবশেষে চলে এলো আসল প্রোমো, দস্যিপনা আর ভালোবাসার গল্প নিয়ে আসছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ

কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ

বহুদিন ধরেই স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর অ্যানিমেশন প্রোমো দেখানো হচ্ছে। বিংশ শতাব্দী, সারা বাংলা উত্তাল স্বদেশী আন্দোলনে,এরইমাঝে গড়ে ওঠা দস্যিপনা আর ভালোবাসার গল্প,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’।

ধারাবাহিকের প্রথম পার্ট শিশুশিল্পীদের নিয়ে দেখানো হবে। কিন্তু মুখ্য চরিত্রে কে অভিনয় করবে তা নিয়ে জল্পনা ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে সেই জল্পনার ইতি ঘটল।

ধারাবাহিকে দ্বিতীয় প্রোমো মুক্তি পেল। যেখানে দেখা গেল মুখ্য চরিত্রে রয়েছেন ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায়। যে কমলা চরিত্রে অভিনয় করবে এবং নায়কের চরিত্রে রয়েছে সুকৃত সাহা। ছোটপর্দার এই প্রথম কাজ তাঁর। এর আগে ‘শ্রীকান্ত’ সিরিজে শ্রীকান্তের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিল।

দ্বিতীয় প্রোমোতে দেখা গেল, ইংরেজ শাসনের প্রেক্ষাপটে নিয়ে গল্প। গল্পে নায়িকার বাবা ইংরেজদের তোষামোদ করেই চলতো। তাই নিজে সাহেবদের মতো সাজত এবং নিজের মেয়েকে মেম দের মতোই রাখত। অন্যদিকে নায়কের বাবা উকিল ফণিভূষণ ঘোর ইংরেজ বিরোধী। প্রোমোতে দেখা যায় যাত্রাপালা নিয়ে ঝামেলা শুরু হয় দুই পক্ষের মধ্যে। তখনি এন্ট্রি হয় শ্রীমান পৃথ্বীরাজের। বাড়ির লোকজন সিদ্ধান্ত নেন পৃথ্বীরাজের বিয়ে দেবেন। এরপর বিয়ের মণ্ডপে বর বৌয়ের বেশে দেখা যায় কমলাকে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here