অবশেষে দেড় বছরের জার্নি শেষ! ‘এটা মেনে নেওয়া সহজ না…’, শুটিংয়ের শেষ দিনে মন খারাপ রাইয়ের

আরাত্রিকা মাইতি

সম্প্রতি খবরে এসেছে, শেষ হচ্ছে জি-বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিক। জানা যাচ্ছে যায় বুধবার ২৫ জুন নাকি মেগার শেষ শ্যুটিং হয়ে গিয়েছে। ধারাবাহিক নির্মাতারা প্রাথমিক ভাবে কিছু না জানালেও, অবশেষে বৃহস্পতিবার ধারাবাহিকের নায়িকা ‘রাই’ ওরফে আরাত্রিকা মাইতি ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিংয়ের খবর প্রকাশ্য আনলেন।

এদিন আরাত্রিকা ধারাবাহিকের কলাকুশলীদের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘মিঠিঝোরা-র কাল শেষ শ্যুটিং ছিল! আজ ১৯ মাসের জার্নি শেষ! আসলে প্রায় দুবছর ধরে ১৪ ঘন্টা চরিত্রে থাকতে থাকতে আমরা ভুলেই যাই সেগুলো ‘চরিত্র’,বাস্তবে নেই।’

‘আর আমরা নিমিত্ত মাত্র, আমাদের প্রতিদিন প্রতিনিয়ত র্নির্দিষ্ট পোশাক পরিয়ে, মেকাপ করিয়ে, চুল বেঁধে, সাজিয়ে সেই চরিত্রটা যাঁরা গড়ে তোলেন, যাঁরা কলমের যাদুতে প্রাণ দান করেন বা ক্যামারার সামনে ১৪ ঘন্টা উজাড় করে দেন যে সঠিক ভাবে তাঁর বা প্রত্যেকটা দৃশ্য উপস্থাপন করার জন্য,তাঁর বা তাঁদের জন্যও বোধহয় এটা মেনে নেওয়া সহজ না।’

আরাত্রিকা আরও লেখেন, শুধু এইটুকুই বলব মিঠিঝোরা আমায় কী কী দিয়েছে তা বোধহয় ভাষায় প্রকাশ করা যায় না। আমার প্রথম সিনেমায় পদার্পণ মিঠিঝোরার হাত ধরে। রইল বাকি সম্পর্ক, মিঠিঝোরার বাইরে, বাস্তবে পূজা দিদি, স্বপ্নীলা, সুমন দা, রাজু দি, মৈনাক দা, দেবাদৃতা দি, দেবপর্ণা দি, নমিতাদি (আমার সবচেয়ে প্রিয় মানুষ),সপ্তর্ষী, পৌস্মিতা দি, এরা থেকে যাবে সারাজীবন।’

‘সাধ্য মতো চেষ্টা করেছি ‘রাই’ হয়ে উঠতে, আর আমার সোনার তরী ভাসিয়ে দিয়েছি মিঠিঝোরার মিষ্টি স্রোতে..… আমার ওপর ভরসা রাখার জন্য ধন্যবাদ জি বাংলা।’

এছাড়াও একতি ভিডিও শেয়ার করে আরাত্রিকা লেখেন, ”মিঠিঝোরা’ মনে থাকবে, সবসময়।’

 

View this post on Instagram

 

A post shared by Aratrika (@thearatrikaofficial_)