অবশেষে চলে এলো জি-বাংলার নতুন মেগা ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। যার মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাস। দুই বোনের গল্প নিয়ে তৈরি এই মেগা ধারাবাহিক।
ধারাবাহিকের প্রোমো অনুযায়ী, বড়ো বোন নিশা (শ্রুতি), যে কিনা গুন্ডামি করে টাকা অর্জন করে, অন্যদিকে উজি (আরাত্রিকা) ছোট বোন পড়াশুনো করে সৎ পথে নিজের পায়ে দাঁড়াতে চায়।
প্রোমোতে দেখা যাচ্ছে গুন্ডাদের সাথে মারপিট করে টাকা আদায় করছে শ্রুতি, অন্যদিকে আরাত্রিকা পরীক্ষায় বসছে। দিদি’র খবর পেয়ে পরীক্ষার হল থেকে ছুটে বেরিয়ে যায়। পুলিশের হাত থেকে দিদিকে বাঁচায়।
বিপরীত চরিত্রের এই দুই বোনের জীবন কোন দিকে এগোবে সেটাই দেখার। কোন সময়ে এই মেগা সম্প্রচার হবে তা স্পষ্ট নয়।