সদ্য শেষ হয়েছে স্টার জলসার নতুন মেগা ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’। মাত্রি তিন মাসেই টিআরপির অভাবে ধারাবাহিকের ঝাঁপ বন্ধ হয়েছে এই মেগার। ‘বুলেট সরোজিনী’ শেষ হতে না হতেই আবারও এক ধারাবাহিককে ঘিরে খারাপ খবর।
‘বুলেট সরোজিনী’র পর এবার কপাল পুড়ছে আরও এক জলসার মেগা ধারাবাহিকের। টিআরপির অভাবেই মুলত বন্ধ হচ্ছে এই মেগা। তবে এই মেগা প্রায় এক বছর ধরে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। কোনও ভাবেই টিআরপিতে সফল হতে পারছে না এই মেগা ধারাবাহিক। তাই এবার বড় সিদ্ধান্ত নিল চ্যানেল।
সুত্রের খবর, আগস্ট মাসেই যাত্রা শেষ হতে চলেছে স্টার জলসার মেগা ধারাবাহিক ‘তেঁতুল পাতা’র। যার মুখ্য ভূমিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী ঋতাব্রত দে। মাঝে এই ধারাবাহিক বন্ধের খবর শোনা গেলেও সেটা নিছক গুঞ্জন ছিল। তবে এবার সত্যিই বন্ধ হচ্ছে এই মেগা। ২০২৪ সালে আগস্ট মাসে পর্দায় এসেছিল ‘তেঁতুল পাতা’। অবশেষে বিদায়ের ঘণ্টা বেজে গেল। খবর শোনা মাত্র মন খারাপ দর্শকদের।