অবশেষে স্বীকৃতি পেল বহু বছরের প্রেম! বিয়ে সারলেন শ্বেতা-রুবেল

শ্বেতা-রুবেল

অবশেষে দীর্ঘ প্রেম যাত্রায় বাধা বিপত্তি কাটিয়ে চার হাত এক হল। বিয়ে সারলেন শ্বেতা-রুবেল। বৈদিক মতেই বিয়ে করলেন ছোটপর্দায় চর্চিত জুটি।

শ্বেতা-রুবেল

যমুনা ঢাকি ধারাবাহিকের হাত ধরেই তাদের প্রেম শুরু। বাড়ির সকলের মত ছিল তাদের সম্পর্কে। দুই পরিবারের সঙ্গে মাঝেমধ্যেই সময় কাটাতেন শ্বেতা-রুবেল। নিজেদের প্রেমের সম্পর্ক সবসময় খোলামেলা ছিলেন দুজন।

শ্বেতা-রুবেল

শ্বেতা-রুবেলের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তেজিত ছিল নেটপাড়া। সকলেই এই দিনটার অপেক্ষা করছিলেন। অবশেষে গতকাল ১৯ শে জানুয়ারি সাত পাঁকে বাধা পড়লেন তারা।

শ্বেতা-রুবেল

ধুতি-পাঞ্জাবিতে বর বেশে ‘চোখ তুলে দেখনো’ গানে গানে এন্ট্রি হয় বর মশাইয়ের। অন্যদিকে শ্বেতার এন্ট্রিও নজরকড়া ছিল। লাল বেনারসি আর সোনার গয়না শ্বেতাকে নাচতে নাচতে এন্ট্রি নিতে দেখা যায়।

তাদের বিয়ের আসর বসেছিল নাগেরবাজার অঞ্চলের রাজা প্যালেসে। উপস্থিত ছিল ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবেরা। কোন গোপনের গোটা টিম হাজির ছিল বিয়ের মঞ্চে। সেই সমস্ত ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।