দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল কাঞ্চন-শ্রীময়ীর কন্যা কৃষভির। জন্মের পর থেকে নিজের মেয়েকে সোশ্যাল মিডিয়ায় আড়ালেই রেখেছেন তারকা দম্পতি। তবে অবশেষে মেয়ের অন্নপ্রাশনের দিন প্রকাশ্যে এলো কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের মেয়ে কৃষভি মুখ।
বেশ ধুমধাম করেই মেয়ের অন্নপ্রাশন আয়োজন করেছেন কাঞ্চন মল্লিক। বুধবার ইসকনের মন্দিরে মেয়ের অন্নপ্রাশন উদযাপন করেন।
লাল টুকটুকে বেনারসি শাড়িতে সেজেছিল ছোট মিষ্টি কৃষভি। লাল বেনারসি শাড়ি পড়েছেন শ্রীময়ী। মেয়ের অন্নপ্রাশনে সাদা পাঞ্জাবী পরেছিলেন কাঞ্চন। ছবি সামনে আসতেই কৃষভিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram