স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিয়াসা রায় এবং অভিনেতা নীল ভট্টাচার্য। ধারাবাহিকের মূল বিষয়বস্তু বাংলা মিডিয়াম পড়া মানেই অল্প শিক্ষিত নয়।
‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিক এমন একটি ধারাবাহিক যা টিআরপির জন্য মূল গল্প থেকে কখনো সরে যায়নি। শুরুর প্রথমদিন থেকে এখনও পর্যন্ত গল্পে ইন্দিরাকে বাংলা মিডিয়ামের হয়ে লড়াই করতে দেখা যাচ্ছে।
এই মুহূর্তে ফিউচার ড্রিমস স্কুলের প্রিন্সিপ্যাল ইন্দিরা। তার কাঁধে অনেক দায়িত্ব। প্রিন্সিপ্যাল হয়ে সে ইংরেজি মিডিয়ামে পড়াশুনো করা লোকজনদের কাছে বাংলা মিডিয়ামের গুরুত্ব তুলে ধরেছে। যারা এই ধারাবাহিকটি দেখেন তারা জানেন, বড় লড়াইয়ে মেতেছে ইন্দিরা। স্কুল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে নিজের স্কুলকে জেতার প্রতিযোগিতার নেমেছে সে। অবশেষে জয় হয় তার। শেষ মুহূর্তে ছিনিয়ে নিলো ফিউচার ড্রিমস স্কুল। ধারাবাহিকের এই দৃশ্য দেখে প্রশংসা জানিয়েছেন দর্শকেরা।