মৃত্যুর ৬ বছর পর ‘বালিকা বধূ’-র প্রত্যুষার মৃত্যুর রায় আদালতের! অবশেষে মিলল আত্মহত্যার আসল কারণ

অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়

হিন্দি টিভি সিরিয়াল  ‘বালিকা বধূ’-র খ্যাত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যা মামলায় রায় বেরাল আদালতে। মৃত্যুর ৬ বছর পর মিলল অভিনেত্রী আত্মহত্যার আসল কারণ। কেন অল্প বয়সেই নিজের জীবন শেষ করে দেন প্রত্যুষা?

আদালতের রায় অনুযায়ী, প্রেমিক রাহুল রাজ সিংয়ের কারণেই প্রত্যুষাকে আত্মহত্যার মতো পদক্ষেপ বেছে নিতে হয়। আদালত তার মন্তব্যে বলেছে, রাহুল রাজ সিং প্রত্যুষা ব্যানার্জির জীবনকে নরক বানিয়ে দিয়েছিলেন। প্রেমিকের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন অভিনেত্রী। এমনকি অর্থনৈতিক সংকটে পরে দীর্ঘদিন ধরে অবসরে ভুগছিলেন প্রত্যুষা। আর তার জেরেই নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে চলতে থাকা এই মামলায় জন্য প্রায়ত অভিনেত্রীর প্রেমিক রাহুল রাজ সিং মুক্তি আবেদন করেছিলেন। সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

প্রসঙ্গত, হিন্দির জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’-র হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর ‘বিগ বসে’র ঘরে খ্যাতি পান। তবে দীর্ঘদিন ধরে প্রেমিকের কাছ থেকে হেনস্তা হতে হয়। অবশেষে মাত্র ২৪ বছর বয়সেই আত্মহত্যার পথ বেছে নেন প্রত্যুষা। আদলতের রায় বেরাতেই শোরগোল বলি পাড়ায়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here