অবশেষে শেষ হল সাহেবের চিঠি, শুটিংয়ের শেষ দিনে চোখে জল সকলের

সাহেবের চিঠি

শুরু হলে তা শেষ হবে! তবে তা যদি খুব জলদি হয় সেটা সত্যিই দুঃখের। যেকোনো ধারাবাহিক শুরু হওয়ার আগে অন্তত এক বছরের বেশি ধারাবাহিকটি চলবে এমন প্রত্যাশা থাকে প্রত্যেক কলাকুশলীদের। শুটিং সেটে কাজ করতে করতে কখন যে গোটা টিমের বন্ধুত্ব তৈরি হয়ে যায় তা বোঝা যায় না। কিন্তু অন্তিম পর্বে ভারাক্রান্ত মনেই বিদায় জানাতে হয় টিমকে।

অবশেষে মাত্র ৭ মাসেই ইতি টানল স্টার জলসার ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরে এসেছিলেন ‘মোহর’ খ্যাত প্রতীক সেন এবং অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। কিন্তু আর পর্দায় তাদের দেখা যাবে না ভেবেই মন খারাপ অনুরাগীদের।

টিআরপি কম থাকায় নতুন ধারাবাহিকের জন্যই বন্ধ হয়ে গেল সাহেবের চিঠি। ধারাবাহিকটি শুরু থেকে মিশ্র সাফল্য অর্জন করেছে। গতকাল হল শেষ দিনের শুটিং। স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ ছিল গোটা টিম। অনেকের চোখে জল। সেই সমস্ত দৃশ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিজের কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন দেবচন্দ্রিমা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here