অবশেষে শুভ পরিণয়! জমজমাট আর্য-অপর্ণার বিয়ের আসর, ‘সিরিয়াল নয় যেন বাস্তব বিয়ে’, দাবি দর্শকের

আর্য-অপর্ণা

গত মার্চ মাসে জি-বাংলায় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা জিতু কমলের হাত ধরে শুরু হয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের যাত্রা। আর্য-অপর্ণার অসমবয়সী প্রেমের গল্প মন জিতে দর্শকের। বাংলা ধারাবাহিকে ম্যাজিকাল জুটিতে পরিণত হয় তারা।

যদিও মাঝে ধারাবাহিকের নায়িকা পরিবর্তন, দিতিপ্রিয়ার জায়গায় আসে নতুন মুখ শিরীন পাল। জিতু-শিরীনের জুটিও কম সময়ের মধ্যে দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। এতদিন ধারাবাহিকে আর্য-অপর্ণার বিয়ে দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক।

অবশেষে সামনে এলো সেই দিন। সাত পাকে বাঁধা পড়ল আর্য-অপর্ণা। আজ সন্ধ্যেয় টিভিতে সেই এপিসোড সম্প্রচারিত হবে। গত দুই তিন ধরে মেহেন্দি, আইবুড়ো ভাত, গায়ের হলুদ কোনও কিছু সিরিয়াল বাদ পড়েনি। এত সুন্দরভাবে প্রযোজনা সংস্থা তাদের বিয়ের আয়োজন করেছেন যা বাংলা সিরিয়াল সচরাচর দেখা যায় না। আর হবেই না কেন? বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত জুটি বলে কথা, টিভির পর্দায় প্রাইম টাইমে না থাকায় টিআরপি তিন ঘরে না থাকলে, ওটিটি প্ল্যাটফর্মে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের জনপ্রিয়তা সবচেয়ে প্রথমে রয়েছে।

তবে ধারাবাহিকের আর্য-অপর্ণা বিয়ে দেখে পর্দা আর বাস্তব গুলিয়ে ফেলছেন দর্শক। কারো মতে, ‘যেন বাস্তবে বিয়ে হচ্ছে’, তো আবার কেউ বলছেন, ‘বিয়েতে সব নিয়ম দেখানো হচ্ছে মনেই হচ্ছে না সিরিয়াল দেখছি’।