জিতু-দিতিপ্রিয়ার ঝামেলা মিটেও যেন মিটছে না। জিতু ধারাবাহিকে ফিরে আসলেও দিতিপ্রিয়া নাকি আবার জিতুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। একসঙ্গে কাজ করতে গেলেই সমস্যা হতেই পারে কিন্তু তাই বলে তা এতটাই বড় আকার ধারণ করে যা এই মুহুর্তে চর্চার বিষয় হয়ে উঠেছে।
এসবের মাঝে অভিনেত্রী মানালি দে’র একটি সাক্ষাৎকারে বলা কথা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্ট্রোরি উইথ সাহানা নামের একটি পেজ থেকে ভাইরাল হওয়া ভিডিওতে মানালিকে বলতে শোনা যায়,
‘হিরোদের সঙ্গে ঝগড়া হবে না তা কী কখনও হয়! আমার তো একাধিক হিরোদের সঙ্গে ঝগড়া হয়েছে কতবার। এই কথা শুনেই অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় সেই ঝগড়া কি কখনও খারাপ পর্যায়ে পৌঁছেছিল?’
মানালি বলেন, ‘সত্যি কথা বলতে যে ঝগড়া হয়েছে তা ওই খুনসুটি। কাজ করতে করতে যেমন ঝগড়া হয় আর কি। ইন্দ্রাশিষের সঙ্গে অথবা নাইজেলদের সঙ্গে প্রচুর ঝগড়া হয়েছে এই শুটিং করতে গিয়ে। এরকম টুকটাক ঝগড়া লেগেই থাকে। কিন্তু আবার ভাব হয়ে যায়।’
জিতু- দিতিপ্রিয়ার বিতর্কে দিতিপ্রিয়াকে খানিকটা ঠেস মেরেই কি এমন মন্তব্য করলেন মানালি? তবে মানালির কথায় বেশ স্পষ্ট যে ধারাবাহিকে বিতর্ক হতেই পারে। তবে সেটা মিটিয়ে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটাই ভাল।
তবে এখানেই শেষ নয়। মানালি আরও জানান, এমন একজন অভিনেতা রয়েছেন যার সঙ্গে মানালির খুবই গুরুতর সমস্যা হয়েছিল। তার নাম না উল্লেখ করেই মানালি বলেন, ‘আমি চাই না ওর সঙ্গে আর কাজ করতে। ওর সঙ্গে এতটাই সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু হতেই পারে ওর সঙ্গে আগামী দিনে আমাকে আবার কাজ করতে হয় তবে আমি চাইবো না একসঙ্গে আর কাজ করা হোক।’

