ফেলনা ধারাবাহিকের ৪ বছর পূরণ, আবেগপ্রবণ সিরিয়ালপ্রেমীরা

ফেলনা

মনে পড়ে স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকের কথা? প্রতিভাবান জাদুকর ও গানপ্রিয় ফেলনা নামের এক ছোট্ট পথশিশুর মন্ত্রমুগ্ধ যাত্রা তুলে ধরা হয়েছিল এই মেগা ধারাবাহিকে। রাজ চক্রবর্তীর এই মেগা অল্প সময়ের মধ্যে দর্শকের মন জয় করে নিয়েছিল।

ছোট ফেলনা চরিত্রে মেঘান চক্রবর্তীর অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায়। তবে সেই সময় বাধা হয়ে দাঁড়ায় কোভিড। শিশুদের শুটিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলে ধারাবাহিকের গল্পে লিপ আনতে বাধ্য হন নির্মাতারা। এরপর অভিনেত্রী হিয়া দে-কে ফেলনার বড় চরিত্রে দেখা গিয়েছিল। ধারাবাহিকে ফেলনার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রোশনি ত্বন্নী ভট্টাচার্য।

দেখতে দেখতে ৪ বছরে কেটে গেল ফেলনা ধারাবাহিকে। ধারাবাহিক শেষ হলেও এই ধারাবাহিক আজও মানুষের মনে রয়ে গেছে। তাই তো চার বছর পূর্তিতে আবেগপ্রবণ ভক্তরা।