আর পার্শ্বচরিত্রে নয়, প্রথমবার বাংলা সিরিয়ালের নায়িকা হয়ে ফিরছেন ‘ফেলনা’ খ্যাত তানিস্কা

অভিনেত্রী তানিস্কা তিওয়ারি

বাংলা সিরিয়াল যারা দেখেন আশাকরি কনিষ্ঠা অভিনেত্রী তানিস্কা তিওয়ারিকে চেনেন? একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করছে এই অভিনেত্রী। কে আপন কে পর ধারাবাহিকে জবা ও পরমের ছোট মেয়ে ‘কুহু’ চরিত্রে চরিত্রে অভিনয় করেছিল। শিশুশিল্পী হিসাবে এটি তার প্রথম কাজ।

এরপর ফেলনা ধারাবাহিকে ভিলেন চরিত্রে পর্দায় সাড়া ফেলেছিল। এছাড়াও শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’, গোধূলি আলাপ’, ‘হরগৌরী পাইস হোটেল, কমলা ও শ্রীমান’  এর মতো ধারাবাহিকে কাজ করেছে। সদ্য বলিউডেও পা রেখেছেন।

তবে এবার বাংলা সিরিয়ালের নায়িকার ভূমিকায় তাকে দেখা যাবে। জি-বাংলায় আসছে নতুন এক ধারাবাহিক। এই ধারাবাহিকে মা এবং দুই ছেলের মিষ্টি গল্প বলবে।

এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাবে তানিস্কাকে এবং নায়কের চরিত্রে থাকবে সায়ন মুখোপাধ্যায় এবং আর্য দাশগুপ্ত। তাদের মায়ের ভূমিকায় থাকবেন অঞ্জনা বসু। ‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে আসছে এই মেগা।

গাঁটছড়ার পর আর্য দাশগুপ্ত এই সংস্থার সঙ্গে আবারও কাজ করতে চলেছেন। যিনি গাঁটছড়া’য় খড়ির ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। খুব সম্ভবত  তানিস্কা, সায়ন আর আর্য ত্রিকোণ প্রেমের গল্প বলবে।